বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৫:২৯:৪৭

মশা মারার ফাঁদ, কীভাবে বানাবেন জেনে নিন

মশা মারার ফাঁদ, কীভাবে বানাবেন জেনে নিন

এক্সক্লুসিভ ডেস্ক : মশার উৎপাতে নাজেহাল মানুষ।  কয়েল কিংবা মশা মারার স্প্রেতেও কাজে আসছে না।  যতখন কয়েলের ধোঁয়া বা স্প্রে'র গন্ধ থাকে ততখন মশার উৎপাত কিছুটা কমে যায়।  

কিন্তু খরচ কমিয়ে চাইলে আপনিও মশা মারার ফাঁদ বানিয়ে নিতে পারেন। এতে মশার বংশ সমূলে ধ্বংস হতে বাধ্য।  এই ফাঁদ তৈরির উপকরণ মিলবে আপনার ঘরেই।

যা যা লাগবে-
একটি প্লাস্টিকের বোতল
হালকা গরম পানি
ব্রাউন সুগার
এক চামচ ইস্ট

যেভাবে বানাবেন-

প্লাস্টিকের বোতলের উপরিভাগ কাচি দিয়ে কেটে নিন।  ছিপিসহ উপরের অংশ ফানেলের মত করে বোতলে ঢোকান।  এরপর স্কচটেপ দিয়ে কাটা অংশ জোড়া দিন।  বোতলে পানি ও চিনি ঢেলে এর ওপর এক চামচ ইস্ট দিন।

বোতলের ওপরের অংশের ছিপিটি খোলা রাখুন।  ছিপিটি খোলা রাখলে ঘরে থাকা মশা ইস্টের গন্ধে আকৃষ্ট হয়ে ফাঁদের ভেতর ঢুকে অনায়াসে মারা যাবে।  আপনি মশার উৎপাত থেকে রক্ষা পাবেন।  কয়েল বা মশা মারার স্প্রে’র ওপর নির্ভরশীল থাকতে হবে না।
২৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে