এক্সক্লুসিভ ডেস্ক : মানুষ জগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলেই আত্মহত্যা করে অথবা জীবনকে ভালবাসে। কিন্তু আর আর সব প্রাণীর বেলায়ও কি তা ঘটে? ঘটে যে, তার প্রমাণ পাওয়া গেছে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড প্রদেশের ছোট্ট শহর ক্রেইনসে একটি সাপের আত্মপত্যার মধ্যে দিয়ে।
সেখানকার এক নারী তার ঘরের দোরগোড়ায় একটি সাপ দেখতে পেয়ে স্থানীয় সাপুড়ে ম্যাট হ্যাগানকে খবর দেন। ম্যাট সেখানে গিয়ে দেখেন, দেড় মিটার লম্বা ব্রাউনট্রি সাপটি অনবরত নিজেই নিজের ঘাড়ে কামড়ে চলেছে। ম্যাট সাপটিকে ছাড়াতে গিয়েও পারলেন না। তাকে সেখান থেকে সরাতেও পারলেন না। একটানা আধঘণ্টা সাপটি নিজেকে মুচড়ে ধরে কামড়াতে নিস্তেজ হয়ে মারা যায়।
ম্যাট জানান, দশ বছরের সাপুড়ে জীবনে এ ঘটনা আগে দেখেননি। নিজের বিষে নিজের মৃত্যু। এ জাতের সাপ অস্ট্রেলিয়ার উত্তরের উপকূলীয় এলাকা, পশ্চিম ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনিতে দেখা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে প্রায় বিশ লাখ ব্রাউনট্রি দাপিয়ে বেড়ায়।