বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৫:৫৬:৫৪

অবাক কাণ্ড, ১০০ সন্তানের বাবা হতে চান এক ডাক্তার

অবাক কাণ্ড, ১০০ সন্তানের বাবা হতে চান এক ডাক্তার

এক্সক্লুসিভ ডেস্ক : সন্তান কম-বেশি নেয়ার ক্ষেত্রে নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।  কিন্তু সেই চিকিৎসকই যদি পরামর্শ মেনে না চলেন তাহলে অবাক করারই কথা।  এমন ঘটনাই ঘটেছে পাকিস্তানের এক চিকিৎসকের বেলায়।

পাকিস্তানের জান মোহাম্মদ পেশায় একজন ডাক্তার।  পাশাপাশি ব্যবসাও করেন তিনি।  ৪৩ বছর বয়সে ৩৫ সন্তানের জনক তিনি।  এত সন্তান কি করে সম্ভব ভাবতেই পারেন।  

জান মোহাম্মদের ঘরে তিন স্ত্রী আর তাদের ২১ মেয়ে এবং ১৪ ছেলে।  তাদের মোট সন্তানের সংখ্যা ৩৫ জন।  এতেও খুশি নন তিনি।  তার ইচ্ছে একশ' সন্তানের বাবা হওয়া।  ছেলে বা মেয়ে যাই হোক তাতেই খুশি।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েতাতে বেশ স্বচ্ছলভাবেই পরিবারের সদস্যদের নিয়ে দিন কাটছে জান মোহম্মদের।  পরিবারের সবখরচ চালানোর জন্য মাসে ১ লাখ টাকা গুনতে হয় তাকে।

খুব ভালোভাবেই তার পরিবারের খরচ চালাতে পারছেন বলে জানান তিনি।  এর জন্য আল্লাহর কাছে শুকরিয়াও আদায় করেন জান মোহাম্মদ।
তিনি বলেন, আমার পরিবারটা খুব বড় এবং খরচও হয় অনেক বেশি।  

জান মোহাম্মদ বলেণ, তবে আল্লাহর রহমতে আমি খুব ভালোভাবেই পরিবারের সব প্রয়োজন মেটাতে পারছি।  আমার তিন স্ত্রী এবং ৩৫ সন্তানকে নিয়ে বেশ সুখেই আছি।  আমার সব সন্তানকে সুশিক্ষা দিতে চাই।

গত সপ্তাহে তার দুই স্ত্রীর দুই মেয়ে হয়েছে।  পরিবারের সবচেয়ে বড় মেয়ে সাগুফতা নাসরিন বলেন, পরিবারের ছেলের চেয়ে আমরা মেয়ের সংখ্যাই বেশি।  মজা করে তিনি বলেন, পাকিস্তান এরই মধ্যে জনবহুল একটি দেশ, আমরা না হয় তারই একটা অংশ।

জান মোহাম্মদের পরিবারের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ তাতে কমেন্টও করেন।
২৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে