একটি ভুতুড়ে গ্রাম!
এক্সক্লুসিভ ডেস্ক : অদ্ভুত ভুতুরে এ গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৩০ সালে ৬২ একর জায়গা নিয়ে। গত ১৬ বছর কেউ ওই গ্রামমুখো হওয়ার সাহস সঞ্চয় করতে পারেননি। একরকম পরিত্যক্ত হিসেবেই পড়ে ছিল গ্রামটি। যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের মুডাস নদীর তীরে অবস্থিত ইস্ট হ্যাডামে জনসন ভিলা গ্রামটি অবস্থিত।
একেবারেই জনমানবশূন্য জনসনভিলায় মৃত মানুষের আত্মা ঘুরে বেড়ায় বলে জনশ্রুতি রয়েছে। নানা কুসংস্কার জড়িয়ে রয়েছে গ্রামটির অস্তিত্বের সঙ্গে। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে ও সিবিএস নিউজ। ১৯৬০ এর দশকে মিলিওনেয়ার রেই শমিট জনসনভিলা কিনেছিলেন। পর্যটন কেন্দ্র হিসেবে তিনি স্থানটিকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন।
ভিক্টোরীয় ও ঔপনিবেশিক আদলে তৈরি বাড়িঘর ছাড়াও গ্রামটির ক্রেতা একটি রেস্টুরেন্ট, জেনারেল স্টোর, এক কক্ষের স্কুল ও খৃষ্টধর্ম চর্চার একটি উপাসনালয় পাচ্ছেন। তবে গ্রামটির নতুন ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
কিন্তু, তার স্বপ্ন অপূর্ণই রয়ে যায়। ১৯৯৮ সালে রেইয়ের মৃত্যুর পর এটি পরিণত হয় ভুতুড়ে এক নগরীতে। রেইয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় গ্রামটিরও। গ্রামটি বিক্রির জন্য নিলামের আয়োজন করে অকশন ডট কম। নিলাম শুরুর দর ছিল ৮ লাখ ডলার।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/দিশা