যেসব পুরুষকে এড়িয়ে চলবেন
এক্সক্লুসিভ ডেস্ক : "প্রেমের ফাঁদ পাতা ভূবনে।" কিন্তু সেই ফাঁদে ধরা দেওয়ার আগে একটু ভাবনা-চিন্তা করে নেওয়া ভালো নয় কি? ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেকার মনোকষ্ট, সময় নষ্ট, আরও অনেক কিছু হতে পারে। তার থেকে ডেটিং-য়ে কোন পুরুষদের এড়িয়ে চলবেন, সেটাই বরং জেনে নিন। সম্পর্ক পাতানোর সময় এদের থেকে দূরে থাকুন, প্রেম-জীবন বিভীষিকা হয়ে উঠবে না। খবর ইন্ডিয়াটাইমস।
শ্রীমান অস্থিরমতি : এই ধরনের পুরুষদের থেকে সাবধান। জীবনে শান্তিতে থাকতে চাইলে, এদের সঙ্গে ডেটিং নৈব নৈব চ। এদের অস্থির ব্যক্তিত্ব আপনার জীবন পাগল পাগল করে দেবে। কখনও এরা ভীষণ caring, আপনার খুব খেয়াল রাখে। তার পরের মুহূর্তেই এক্কেবারে উদাসীন। আদৌ আপনার সঙ্গে কী হল না হল, সে দিকে ফিরে তাকায় না। ব্যবহারে এই আজব পরিবর্তনের মাথামুণ্ডু আপনি বুঝতে পারবেন না। তা চেয়ে ভালো এই সব পুরুষদের থেকে দূরে থাকুন।
সেলফিশ জায়েন্ট : আমি এবং আমার। এর বাইরে এরা কিচ্ছু বোঝেন না। আপনি কি চান বা আপনার কি পছন্দ, তা নিয়ে এদের মোটেও মাথাব্যাথা নেই। মনে করুন আপনারা কোনও রেস্তোঁরায় খেতে গেলেন, খাবারের অর্ডার কিন্তু শুধুই আপনার বয়ফ্রেন্ডের পছন্দ অনুযায়ী দেওয়া হবে। বা বছর শেষের ছুটিতে আপনি সমুদ্রে বেড়াতে যেতে চান, কিন্তু শেষ পর্যন্ত যেতে হবে মরুভূমিতে। কারণ আপনার পুরুষ সঙ্গীটি camel ride নিতে চান। এদের স্বার্থপরতার সঙ্গে মানিয়ে চলা খুব মুশকিল। তাই এদের থেকে দূরেই থাকুন।
দেখো আমি বাড়ছি মামি : এরা কখনোই বড় হয় না। এরা গার্লফ্রেন্ডের মধ্যেও অভিভাবকের খোঁজ করেন। আপনি এর জুতোর ফিতে বেঁধে দেবেন, অফিস যাওয়ার আগে জামাকাপড় বেছে দেবেন, রান্না করে দেবেন, দরকার হলে খাইয়েও দেবেন। মোদ্দা কথা বাচ্চা ছেলের যে ভাবে care নিতে হয়, আপনার boy friend-এরও সে ভাবে care নিতে হবে। পারবেন কি? ভেবে দেখুন। আমাদের পরামর্শ হল সময় থাকতে কেটে পড়া।
রোমিও টাইপ : এরা হলেন flirt king। বিশ্বের যে কোনও মহিলার সঙ্গে এরা flirt করতে ভালোবাসেন। অফিসের রিসেপশনিস্ট, রেস্তোঁরার ওয়েট্রেস, বাড়িতে আবর্জনা নিতে আসা মহিলা, এমনকি আপনার বেস্ট ফ্রেন্ড, সবার সঙ্গেই এরা অবলীলায় flirt করেন। সিরিয়াস সম্পর্কে জড়াতে চাইলে এই ধরনের পুরুষ a big no। এরা কিন্তু শরীর ছাড়া আর কিছুই বোঝে না। আপনি নিজেও এরকম সম্পর্ক পছন্দ না করলে মানে মানে সরে আসুন।
ইমোশনাল অত্যাচার : এরা ভীষণ স্যাঁতস্যাতে ধরনের হন। পাশের বাড়ির বেড়াল মরলেও এরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে ভালোবাসেন। সব কিছুতেই আপনি ছাড়া যে তিনি কতটা অসহায়, তা বারবার বুঝিয়ে দেন। সব সময় ইমোশনালি জোর করে নিজের মত প্রতিষ্ঠিত করেন। সাবধান, এদের সঙ্গে বেশিদিন থাকতে গেলে কিন্তু পাগল হয়ে যাবেন।
চিনি গো চিনি : এদের ডিকশনারিতে surprise বলে কোনও শব্দ নেই। মিটারের হিসেবে ট্যাক্সির ভাড়া কত উঠবে, সেটা যেমন আপনি জানেন, এই ভদ্রলোকও কোন পরিস্থিতে কী ভাবে react করবেন, সেটাও আপনি চোখ বুজে বলে দিতে পারবেন। এদের কাছ থেকে নতুন কিচ্ছু কখনোই আশা করবেন না। মোদ্দা কথা এই ধরনের পুরুষরা বড্ড boring হন। এক মাসের বেশি এদের সহ্য করা বেশ কঠিন।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/সিধু