জামালপুর : মঙ্গলবার রাতে জামালপুরের এক ক্লিনিকে অস্বাভাবিক এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শিশুটির হাত ও পা স্বাভাবিক থাকলেও তার নাক হাতির শুরের মতো। থুতনির জায়গায় পাশাপাশি দুটি চোখ ও গলার জায়ঘায় দুটো কান।
শিশুটি জন্মের সময় জীবিত থাকলেও পরে মারা যায়। অপারেশনের পর শিশুটির মা আকলিমা বেগম সুস্থ রয়েছেন জানিয়েছেন চিকিৎসক।
জানা গেছে, সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বেয়ারা পলাশতলা গ্রামের নেহাজ উদ্দিনের স্ত্রী আকলিমা বেগম প্রসববেদনা উঠলে তমালতলাস্থ ইউরোপা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার রাতে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হলে তিনি এই শিশুটির জন্ম দেন। আকলিমার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।