এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের টাডোবা আন্ধারী টাইগার্স পার্ক। এটি মহারাষ্ট্রের সবচেয়ে পুরনো ও বড় জাতীয় পার্ক। এখানে বাঘ নিয়ে সরকারের বড় ধরনের প্রকল্প চলছে। ওই পার্কেই এক পোয়াতি বাঘ আর ওর মাতৃত্বের অসাধারণ কিছু ছবি তুলেছেন ভারতের কেরালার অধিবাসী সখের ফটোগ্রাফার পবন মেনন।
ছবিতে দেখা যাচ্ছে, এক বাঘিনী একটি হরিণ শাবকের সঙ্গে খেলা করছে। চোখে মুখে তার শিকারের কোনো ভাব নেই। শিকার ভুলে সবচেয়ে প্রিয় শিকারের সঙ্গে এভাবে বাঘের মাতৃত্বসুলভ খেলা দেখে বিস্ময় নিয়ে ছবিও তুলেছেন ওই ফটোগ্রাফার।
হরিণ শাবকের সঙ্গে এমন মাতৃত্বসুলভ খেলার কারণ হলো- বাঘিনীটি পোয়াতি। এ সময় শরীরে বিশেষ হরমোনের উপস্থিতির কারণেই বাঘিনীটি হরিণ শাবককে আক্রমণের বদলে আদর দিয়ে খেলা করেছে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/