বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৪:২৬

রাতে চুরি, দিনে পাঠদান

রাতে চুরি, দিনে পাঠদান

এক্সক্লুসিভ ডেস্ক : দিনের বেলা স্কুলে শিক্ষকতা আর রাতের অন্ধকারে চুরি করে অশুভ ইচ্ছা পূরণ করার উদ্দেশে বেরিয়ে যেতেন ভ্যানিসা। হেরোইন সেবনের নেশা যেন সঙ্গি ভ্যানিসার। আর হেরোইন সেবনের টাকা জোগার করতেই রাতের আধাঁরে চুরি করতে নেমে পড়তেন স্কটল্যান্ডের ৩২ বছর বয়সি শিক্ষিত নারী ভ্যানিসা।

ডেইলি মেইল জানায়, তিনি স্কটল্যান্ডের মিথিলহিল প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। ভ্যানিসা নেশার টাকা যোগানোর জন্য অন্যের ঘরের দরজা ভেঙে নগদ টাকা চুরি করেন। এ ছাড়া ২০১২ সালে গ্যারেজ থেকে পেট্রোল চুরি করার অভিযোগও রয়েছে।
 
স্কটল্যান্ডের টিচিং কাউন্সিল এ বিষয়টি জানতে পেরে চাকুরি থেকে ভ্যানিসাকে অব্যাহতি দেন। নেশা ও চাকুরি হারানোর প্রতিক্রিয়ায় ভ্যানিসা বলেন, আমি অর্থের অভাবে হেরোইনের নেশা ছাড়তে বাধ্য হয়ে দাদির কাছে চলে আসি। প্রথমে দাদিকে জানাই আমি ভালো হতে চাই। তিনি আমাকে আশ্রয় দেন।  পরে সেখানে সুস্থ্য বিবেকের মানুষ হয়ে উঠতে থাকেন ভ্যানিসা।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে