পানির নিচে চলবে ১২১ কিলো বেগে গাড়ি
এক্সক্লুসিভ ডেস্ক : এখন আর কল্পনা বা সিনেমার চরিত্রে থাকছে না পানির নিচ থেকে বায়ুবেগে দিব্য গাড়ি চলাচল। পানির নিচের রেসিংকার বাজারে এনেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হ্যামাশার স্ক্লেমার। এটি পানির নিচের মাটি ছুঁয়ে ঘণ্টায় ১২১ কিলোমিটার বেগে দিব্যি ছুঁটতে পারবে।
পানির নিচে ছুঁটছে গাড়ি এ দৃশ্য বেশ আগের। তবে বাস্তবে ছিল না । জেমস বন্ড তার সিনেমায় এ দৃশ্যকে দেখার সুযোগ প্রথমবারের মত দেন গোটা বিশ্বকে। আর এবার বাস্তবেই উপভোগের সুযোগ দিচ্ছেন হ্যামাশার।
এ গাড়ি বেশ বৈশিষ্ট্যপূর্ণ। বিদ্যুত চালিত হওয়ায় এটি কোন বর্জ্য সৃষ্টি করে না। এর ইঞ্জিন হিসেবে রয়েছে ৫৪ কিলোওয়াট ১৬০ নিউটনমিটারের তড়িচ্চালিত মোটর। বেগ দান করতে চাকা ছাড়াও এতে রয়েছে দুটো প্রপেলার যেগুলো ঘূর্ণন সৃষ্টি করে গাড়ির সমভরের পানি পেছনে ঠেলে দিতে পারে।
পানির নিচে গাড়ি চালানোর দৃশ্য নিয়ে নির্মিত ছবিটির নাম ‘দ্য স্পাই হু লাভস মি’ যেটি ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল। আর ছবিটির মূল চরিত্রে অভিনয় করেন বন্ড রজার মুর।
এখন সিনেমায় দেখা নয় মাত্র বিশ লাখ মার্কিন ডলার ট্যাঁকে খরচ করলেই যে কেউ হয়ে যেতে পারেন এ গাড়ির মালিক। আর পূর্বেকার কল্পনাকে হার মানিয়ে নতুন আঙ্গিকে উপভোগ করতে পারেন জীবনকে।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এমআর