এক্সক্লুসিভ ডেস্ক : যুগ যুগ ধরে ঐতিহাসিক পথচলায় রাস্তা মানুষের মানবসভ্যতা বিকাশে রেখে গেছে এক অনন্য অবদান। আজ প্রিয় পাঠকদের সামনে উপস্থাপন করব পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় রাস্তার গল্প। যে রাস্তা দিয়ে চলতে গেলে মনে হবে এ কোন এক স্বর্গ রাজ্যের পথ।
এটি দক্ষিণ অমেরিকান দেশ ব্রাজিলের শহর Rio Grande do Sul এর একটি রাস্তা। এখানে রাস্তার দুই ধারে বেড়ে উঠা অসাধারণ সুন্দর দীর্ঘ গাছের সারি দেখে মন বরে উঠবে। এসব গাছের সারি এতোটাই সুন্দর যে এদের দেখলে মনে হবে প্রাচীন কোন সাহিত্যে বর্ণিত কোন শিল্পীর রং তুলিতে আঁকা অনন্য সুন্দর কোন শহর এটি।
এই অসাধারণ রাস্তায় দেখার মত একটি দৃশ্য তৈরি হয় যখন কিনা এসব গাছে ফুল আসে এবং ঐ সব ফুল রাস্তায় ঝড়ে পড়ে! সারা রাস্তা জুড়ে তৈরি হয় একটা হলুদ আভা! স্থানীয়রা এর নাম দিয়েছেন ভালোবাসার হলুদ।
সমগ্র পৃথিবী জুড়ে যদি এমন রাস্তা থাকতো তবে তা সত্যি দেখার মত একটা দৃশ্য হত। বদলে যেত পৃথিবীর রূপ চিত্র এবং পরিবেশ চিত্র। যদি আমাদের দেশে এমন রাস্তা থাকতো তবে কেমন হত? বলতো... -Viralnova
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস