বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২২:০৪

ইতিহাসে অফ্রিকান রাজাদের জানুন

ইতিহাসে অফ্রিকান রাজাদের জানুন

এক্সক্লুসিভ ডেস্ক : প্রথমে ছবি ও পরে আফ্রিকার নাম শুনে মুখটা খুচকে উঠেছে আপনার। কিন্ত জানেন কি? মানবসভ্যতার উন্মেষ ক্ষেত্র বিস্তীর্ণ আফ্রিকাকে বলা হয়। আলো ও অন্ধকার এবং সাদা ও কালোর এক অদ্ভুত লীলাভূমি এই আফ্রিকা। আর সেই অন্ধকার বিশ্বকে আবিষ্কার করতে যুগ যুগ ধরে অগুনতি মানুষ পাড়ি জমিয়েছে আফ্রিকায়।

কেউবা স্বর্ণের লোভে, কেউবা মূল্যবান সামগ্রীর আশায় কিংবা কেউ স্রেফ ভ্রমণের আশায় পাড়ি জমিয়েছে আফ্রিকায়। তবে বেশিরভাগ মানুষই আফ্রিকার সম্পদের লোভে পাড়ি জমিয়েছে। তাইতো আফ্রিকার ইতিহাসে যুদ্ধ আর ভ্রাতৃঘাতী সংঘাত অভিশাপের ছাপ রয়ে গেছে।

আর এই অতীতের হতিহাসের সন্ধানে গত পাঁচ বছর ধরে অস্ট্রিয়ার আলোকচিত্রী ও চিত্র সংগ্রাহক আলফ্রেড ওয়েডিংজার আফ্রিকার বিভিন্ন প্রান্তে ঘুরেছেন বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর রাজাদের খোঁজে। আলফ্রেড তার এই দীর্ঘ পথপরিক্রমায় ২২০ জন আদিবাসী রাজার ছবি তুলেছেন। এখনো তিনি আফ্রিকাতেই আছেন বাকি রাজাদের ছবি তুলতে।

আলফ্রেড এই পুরো প্রকল্পটির নাম দিয়েছেন ‘দ্য লস্ট কিংস অব আফ্রিকা’। তবে আগামী বছরের শেষ নাগাদ তিনি এই প্রকল্পের কাজ শেষ করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন সোয়াজিল্যান্ডে। ১৯৭৯ সাল থেকে তিনি এই প্রকল্পটি শুরু করলেও পর্যাপ্ত ফান্ডের অভাবে শেষ করা যায়নি।

আলফ্রেডের ক্যামেরায় সিএনএন’র সৌজন্যে এমটিনিউজের পাঠকদের জন্য আফ্রিকার বিভিন্ন অঞ্চলের রাজাদের কিছু ছবি তুলে ধরা হলো।


২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/সিধু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে