বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৪:৩৯

বেরসিক ষাঁড় ও নয়া দম্পতি

বেরসিক ষাঁড় ও নয়া দম্পতি

এক্সক্লুসিভ ডেস্ক : আমরা সাধারণত নতুন বৈবাহিক জীবনকেই নব দাম্পত্য জীবন বলে থাকি। আর এ দাম্পত্য জীবনকে একটু মোহনীয় বা আদরের কিংবা আনন্দের করার জন্য কেউ ছুটে যাই বিভিন্ন দেশে হানিমুনে কেউবা নিজেদের দেশেই খোলামেলা নির্জন এলাকায় বসে একটু সময় অতিবাহিত করে থাকি।

এমনই একটি ঘটনাস্থলের দেশ ইংল্যান্ড। সদ্য বিয়ে করেছেন ডিয়ানে ও রেবেকা। বিয়ের অনুষ্ঠানের পর তারা ফটোশুটের জন্য দাঁড়িয়েছেন। ধীরে ধীরে এগিয়ে আসছে একটি বেরসিক ষাঁড়। কনের পোশাকের প্রতি তার দৃষ্টি। অথবা কনের হাতের ফুলের তোড়ার দিকে। কিছুতেই ওই ষাঁড়টিকে সারানো যাচ্ছিল না।

ফটোগ্রাফার ছিলেন বরের বন্ধু। তিনি মজা করে ওই ষাঁড়ের সঙ্গেই বর কনের ছবি তুলেছেন। কিন্তু বেচারা বর শেষ পর্যন্ত ষাঁড়টিকে তুমুল তাড়া করে সরিয়ে দেন। পরে অবশ্য তারা বেরসিক ষাঁড়টি ছাড়াই ছবি তুলতে পেরেছেন।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে