এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন অনেক উন্নত। সে জন্য অনেকেই তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয় ফেসবুকে শেয়ার করতে ভালোবাসেন। তবে এ শেয়ার করার পেছনে মানুষের মনে ঠিক কোন প্রবণতাটা জড়িত, তা নিয়ে অনুসন্ধিৎসু ছিলেন বিজ্ঞানীরা।
সম্প্রতি এক গবেষণায় এর কারণ জানা গেছে। ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের সম্পর্কের বিষয় নিয়ে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি পোস্ট দেন, বাস্তবে তারা তাদের সম্পর্ক নিয়ে বেশি চিন্তিত থাকেন বা সম্পর্কের বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন।
এর পর গবেষকরা এখনও জানাননি যে, ফেসবুকে খাবারের ছবি প্রকাশ কিংবা আইস বাকেট চ্যালেঞ্জের সঙ্গে পোস্টদাতার অনুরূপ সম্পর্ক থাকে কি-না। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে পার্সোনালিটি অ্যান্ড সোস্যাল সাইকোলজি বুলেটিন জার্নালে।
আবার আমাদের মধ্যে যারা নিজেদের সম্পর্কের বিষয়ে উদ্বেগে ভোগেন তারা মানুষকে মনে করিয়ে দিতে চান যে, তারা সম্পর্কে জড়িত, জানান গবেষকরা। গবেষকরা লিখেছেন, ‘দৈনন্দিন ভিত্তিতে, যখন মানুষ সঙ্গীর অনুভূতি নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন তখন তারা নিজেদের সম্পর্ক অন্যর নিকট স্পষ্ট করতে চায়।’
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/