বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৫:৪২

৪২ লাখ টাকার ঈগল!

৪২ লাখ টাকার ঈগল!

এক্সক্লুসিভ ডেস্ক : একটি ঈগল পাখি। দাম শুনলে ভ্রু কুচকে যাওয়ার অবস্থা। সাকের ঈগল নামে ওই প্রজাতির পাখিটি সৌদি আরবে বিক্রি হয়েছে ২ লাখ ১০ হাজার সৌদি রিয়ালে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৪২ লাখ।

ঈগলটি কিনেছেন আব্দুল্লাহ বিন ফারাজ আল-খাতানি। ঈগলটি একদিন ও এক রাত ধরে চেষ্টার পর ধরতে সক্ষম হন। বাদামি ও ধুসর রংয়ের মিশ্রনের এ ধরনের ঈগল সহজে পাওয়া দুষ্কর বলে জানান আব্দুল্লাহ। এ

ছাড়া ঈগলের রং ও বিভিন্ন আচরণের ওপর বিশেষ করে শিকার ধরার ক্ষেত্রে দক্ষতার ওপর এর মূল্য নির্ভর করে। সাড়ে ১৭ ইঞ্চি দীর্ঘ ঈগলটি বিরল প্রজাতির।

এর পা খুব ছোট কিন্তু শরীর বেশ চওড়া। আব্দুল্লাহ ঈগল ধরতে পছন্দ করেন। গত ৩০ বছর ধরে আব্দুল্লাহ ঈগল ধরে তা পালন করছেন।

পিতার কাছ থেকে তিনি ঈগল ধরতে শিখেছেন। মাত্র ১৫ বছর বয়সে আব্দুল্লাহ নিজের প্রচেষ্টায় একটি ঈগল ধরেন। তবে এত দামে তিনি এ প্রথম ঈগলটি বিক্রি করেছেন বলে জানান।

সাকের প্রজাতির ঈগল বিভিন্ন দেশে পাওয়া যায়। অতিথি পাখি হিসেবে এ ধরনের ঈগল ইতালি, মাল্টা, সাইপ্রাস, জর্দান, মিসর, লিবিয়া, সুদান, দক্ষিণ সুদান, তিউনিসিয়া, ইথোপিয়া, কেনিয়া, সোদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ইরান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও আজারবাইজানে পাওয়া যায়। সূত্র : আরব নিউজ
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এফএম/এসআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে