এক্সক্লুসিভ ডেস্ক : মনুষ্য প্রজাতির জিনেই রয়েছে বহুকামীতা। জানালেন ইনভেস্টিগেশন জেনেটিকসের একটি রিপোর্ট। পৃথিবীর ৫১টি দেশের ৬৩২ জন পুরুষের ডিএনএ পরীক্ষা করে দেখা গিয়েছে এই বহুকামীতার জিন তারা পেয়েছে মায়ের কাছে থেকে।
তবে পৃথিবীর ইতিহাস ঘাঁটলে প্রায় সব দেশে, সব যুগেই পুরুষদের মধ্যে বহু বিবাহের উদাহরণ পাওয়া যাবে। কিন্তু, জিনগত রিপোর্ট পাওয়ার পর গবেষকরা মনে করছেন পৃথিবীতে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা বেশি হওয়ার কারণেই বহু বিবাহের প্রচলন ছিল।
তবে গবেষকরা বলছেন, মহিলারা যেহেতু বিয়ের পর অন্য বাড়িতে, অন্য পরিবারে এসে সহজে মানিয়ে নিতে পারেন তাই তাদের পক্ষে বহুকামীতাও আসে অনেক সহজে। অন্যদিকে, বিয়ের পর পরিবার, বাড়িঘর, দেশ ছেড়ে আসার কারণে এই বহুকামীতার জিন ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/