এক্সক্লুসিভ ডেস্ক: মাত্র দেড়শো টাকার লোভে গুজরাটে দুই ব্যবসায়ী হারালেন ব্যাগ ভর্তি সোনার গয়না যার বর্তমান মূল্য ৮০ লক্ষ টাকা! গত শুক্রবারের ঘটনা। মুম্বাইয়ের মালাড এলাকার দুই স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ ধকন ও প্রবীণ ধকন গুজরাটে গিয়েছিলেন সোনার গয়না বিক্রি করতে। পুলিশ সূত্রের খবর, আহমেদাবাদের কাছে এলিসব্রিজ এলাকায় রাস্তায়
একটি পুলিশ ফাঁড়ির সামনে গাড়ি দাঁড় করান দু'জনে। সামনে একটি সোনার দোকানে কথা বলতে যান প্রবীণ। সোনার গয়না ভর্তি ব্যাগ আগলে গাড়িতেই বসেছিলেন প্রদীপ। রাস্তায় হঠাৎ এক অপরিচিত যুবক প্রদীপকে বলে, গাড়ির নীচে বেশ কিছু টাকা পড়ে আছে, ওই টাকাগুলি কি আপনার? প্রদীপ গাড়ির দরজা খুলে ঝুঁকে দেখেন, বেশ কয়েকটি ১০ টাকা, ২০ টাকার নোট।
লোভ সামলাতে পারেননি প্রদীপ। ঝাঁপিয়ে পড়ে টাকাগুলি তুলে দেখেন, সর্বসাকুল্যে দেড়শো টাকা। এত দূর পর্যন্ত সব ঠিক ছিল। টাকাগুলি তোলার পর ঘাড় ঘোরাতেই তার হৃদপিণ্ড হাতে আসার জোগাড়! সোনার গয়না ভর্তি ব্যাগটা নেই। প্রদীপ যতক্ষণ টাকা কুড়তে ব্যস্ত ছিলেন, ওই টুকু সময়েই ব্যাগ নিয়ে চম্পট দিয়েছেন ওই অপরিচিত যুবক।
এলিসব্রিজ থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। ওই দুই স্বর্ণ ব্যবসায়ীর দাবি, ব্যাগে ছিল ৩ কিলো সোনার গয়না। বর্তমান বাজার মূল্য ৮০ লক্ষ টাকা।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/