এক্সক্লুসিভ ডেস্ক : জলের রং হবে স্বচ্ছ। কিন্তু এমনও নদী রয়েছে যার জলের রং স্বচ্ছতো নয়ই বরং রংধনুর মতো বর্ণিল। নানা রঙের জল দিব্যি বয়ে যাচ্ছে এই নদীটি দিয়ে। কলম্বিয়ার এক নদীর নাম Caño Cristales, এই নদীর বেশ কিছু রং আছে যা একে বৈচিত্র্যময় করে তুলেছে সারা বিশ্বের কাছে।
পৃথিবীতে যে বিচিত্রতার শেষ নেই সেটাই যেন মনে করিয়ে দিচ্ছে এই বিচিত্র রঙিন নদীটি। পৃথিবীতে কত যে রং রয়েছে এই নদীটি না দেখলে বিশ্বাস হবে না। এই নদীটি কলম্বিয়ার Serrania de la Macarena প্রদেশে অবস্থিত। ১০০ কি.মি দীর্ঘ নদীটি কলম্বিয়ার দুর্গম পাহাড়ি পথে বয়ে চলেছে। একে বলা হয় পাঁচ রঙা নদী! কিংবা কেউ কেউ একে রঙধনুর নদী বলে থাকে।
Caño Cristales নামের এই নদীটি কলম্বিয়ার Serrania de la Macarena প্রদেশে অবস্থিত। একে বলা হয় পাঁচ রঙা নদী! কিংবা কেউ কেউ একে রঙধনুর নদী বলে থাকে। এই নদীকে এসব নামে ডাকার কারণ এখানে পানির নিচে থাকা বিভিন্ন রঙের কারণে এই নদী বিভিন্ন রঙের আভা নিয়ে মানুষকে বিমোহিত করে।
Caño Cristales নদীতে রয়েছে, পাথর-শ্যাওলা-জলজ উদ্ভিদ ও নীল পানিতে লাল, হলুদ, সবুজ, কমলা, গোলাপি রঙের অসাধারণ এক সমারোহ ভেসে ওঠে এই নদীর পানিতে। বিশেষ করে লাল রং সত্যি মানুষকে অবাক করে দেয়। ভালোলাগার অনুভূতি এনে দেয়।
কেবল মাত্র বছরের কিছু সময় এই নদীর পানি যখন পর্যাপ্ত থাকে এবং সূর্যালোক যথেষ্ট হয় সেই সময়েই এখানে গজিয়ে উঠে সামদ্রিক মস! এসব মসের নাম Macarenia clavigera। প্রতিটা ঋতু পরিবর্তনের সঙ্গে এই নদীও সেজে ওঠে ভিন্ন রঙের সাজে।
সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে রঙের এই খেলা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো থাকে। পানির নিচেই অসাধারণ রূপে আবির্ভূত হয়। নানান আবীরে বর্ণিত হয় পানির আভা।
এই নদী কলম্বিয়া সহ সারা বিশ্ব থেকে অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। প্রতিবছর এখানে অসংখ্য দর্শনার্থী ভিড় করে। জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এখানে পর্যটকদের যাতায়াত বেশ কয়েক বছর বন্ধ থাকলেও ২০০৯ সাল থেকে তা আবার উন্মুক্ত করা হয়। ফলে পর্যটকরা আবারও অনন্য সুন্দর নদীটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। এদের কারণেই সম্পূর্ণ নদীর পানিকে বর্ণিল লাগে।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএএস/এমআর