বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩২:৪০

জানালাহীন অত্যাধুনিক বিমান!

জানালাহীন অত্যাধুনিক বিমান!

এক্সক্লুসিভ ডেস্ক :  বিমানে উঠলেই আপনার পছন্দের আসনটি নিশ্চয়ই জানালার পাশে হতেই হবে। কারণ এখান থেকেই তো দেখে নেওয়া যায় নীচের পৃথিবীটার এক অপূর্ব দৃশ্য। এখান থেকেই তো মেঘেদের সঙ্গে হয় নতুন করে বন্ধুত্ব। কিন্তু এবার সেই বিশেষ অভিজ্ঞতায় ইতি পড়তে চলেছে। কারণ সব প্ল্যান মাফিক চললে ভবিষ্যতে বিমানের জানালার পরিবর্তে জায়গা করে নেবে বড় বড় অত্যাধুনিক স্ক্রিন।

প্রযুক্তির উপযুক্ত সঙ্গতে সেই স্ক্রিনে আঙুল ছোঁয়ানো মাত্রই ইচ্ছেমতো বদলে দিতে পারবেন বাইরের দৃশ্য। সেখানে মজুত বিশেষ ম্যাপে হাত রাখলে নিমেষেই সুস্পষ্ট হয়ে উঠবে যোজন মাইল দূরের দ্রষ্টব্য বস্তু বা স্থান। অত্যাধুনিক প্রযুক্তির এই বিমানটি পরিকল্পনা করেছে এক ব্রিটিশ নির্মানকারী সংস্থা।

সেন্টার ফর প্রসেস ইনোভেশনের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের মতে এই বিমানটি "the windowless cabin with a view". এই স্ক্রিনটির নাম ডিজিটাল ওয়ালপেপার। এতে ব্যবহৃত হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড। এই বিমান নিঃসন্দেহে বদলে দেবে উড়ানের অভিজ্ঞতা। খুব তাড়াতাড়িই পরীক্ষামূলক ভাবে ওড়ানো হবে জানালাহীন এই উড়োজাহাজ।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে