এক্সক্লুসিভ ডেস্ক : এক যুবক একটুকরো কার্পেটের ওপর দাঁড়িয়ে রয়েছে। ব্যস্ত রাস্তায় গাড়িঘোড়ার ভিড়ে ঠাসা এরই মাঝে তরতরিয়ে এগিয়ে চলেছে সেই কার্পেটের ওপর সওয়ার হওয়া যুবক। হাওয়ার মাঝে ভাসতে থাকে সে। বর্তমানে এমনি একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।
হারেম প্যান্ট আর ফেজ টুপির ওই যুবকের কাণ্ডকারখানা দেখে তো সবাই থ। তার এভাবে কার্পেটকে যান বানিয়ে চলার দৃশ্য সম্মোহিত করেছে সবাইকে। ওই যুবকের সঙ্গে আরব্য রজণীর কোনো সম্পর্ক নেই। কিন্তু মধ্য প্রাচ্যের এই দেশে অনেকেই মনে করছেন আলাদিন দৈত্যের প্রদীপের সাহায্যে যেন জাদু দেখাচ্ছে।
ইতিমধ্যেই ওই যুবক হয়ে উঠেছেন ভাইরাল হিরো। তার ছবি ও ভিডিও ইন্টারনেটে শেয়ার করছেন ভক্ত অনুরাগীরা। হারেম ট্রাউজার ও ছিমছাম বেগুনি ওয়েস্টকোট ১৯৯২-এ নির্মিত অ্যানিমেশনে ডিসনি ফিল্ম আলাদিনের কথাই মনে করিয়ে দিচ্ছে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই