বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৩:৩৮

ছাত্রের কুস্তির চ্যালেঞ্জে লেজ গুটিয়ে পালাল বাঘ!

ছাত্রের কুস্তির চ্যালেঞ্জে লেজ গুটিয়ে পালাল বাঘ!

এক্সক্লুসিভ ডেস্ক : কয়েকদিন আগেই দিল্লী চিড়িয়াখানায় এক ছাত্রকে প্রকাশ্যে বাঘে খেয়েছে। মর্মান্তিক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ছাত্র এসে কুস্তির চ্যালেঞ্জ জানিয়েছে বাঘকে। তা-ও আবার একটা না, একসাথে দুইটা বাঘকে।

গোয়ালিয়রের যশোনন্দন কৌশিক নামের এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র যা ঘটিয়েছেন তা একবোরেই অবিশ্বাস্য। কৌশিক বাঘের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিলেন খালি হাতে। বেচারা বাঘ রাজি তো হয়ইনি, উল্টে লেজ গুটিয়ে পালিয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে অদ্ভূত এই কাণ্ডটি ঘটেছে গোয়ালিয়রের গান্ধী চিড়িয়াখানায়। কৌশিক ২০ ফুট দেওয়াল টপকে বাঘেদের জন্য সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন এবং বাঘেদের কুস্তির জন্য ডাকেন।

সে সময় দু'টি সাদা বাঘ খাঁচার বাইরে ঘুরছিল। তা দেখেই চিড়িয়াখানার কর্মী এবং পর্যটকরা চিত্‍‌‌কার শুরু করে দেন। তা শুনেই ভয়ে খাঁচার মধ্যে ঢুকে পড়ে দু'টি বাঘই। এর পরই খাঁচা বন্ধ করে দেন চিড়িয়াখানার কর্মীরা। ঘাম দিয়ে জ্বর ছাড়ে কর্মী এবং পর্যটকদের।

বাঘেদের উস্কানি দেওয়ার জন্য যশোনন্দন কখনও তাদের সামনে নাচ শুরু করে দেন, আবার কখনও রাগ দেখান। চিড়িয়াখানার আধিকারিক এবং পুলিশের প্রায় এক ঘণ্টার চেষ্টায় কৌশিককে সেখান থেকে বার করা হয়।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ কৌশিককে ছেড়ে দেয়।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে