এক্সক্লুসিভ ডেস্ক : দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে ই-মেইলের উদ্ভাবক কে? এ প্রশ্নটির উত্তর নিয়ে আইএএনএসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইমেইল উদ্ভাবকের কৃতিত্ব ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভিএ শিভা আয়াদুরাইয়ের।
১৯৮২ সালের ৩০ আগস্ট মার্কিন সরকারের কাছ থেকে ইলেকট্রনিক মেইল সিস্টেম তৈরির জন্য কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে উদ্ভাবকের কৃতিত্ব পান তিনি। নিউ জার্সির লিভিংস্টোন হাই স্কুলে পড়ার সময় নিউ জার্সির ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিটির জন্য ইমেইল সিস্টেম তৈরির কাজ শুরু করেন আয়াদুরাই।
১৯৭৮ সালে ইন্টারঅফিস মেইল সিস্টেম তৈরি করেন তিনি এবং নাম দেন ‘ইমেইল’। ১৯৮২ সালে এই সিস্টেমের জন্য কপিরাইট পান তিনি। হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮২ সালের দিকে কপিরাইটকেই পেটেন্টের সমান হিসেবে বিবেচনা করা হত। কারণ সেসময় সফটওয়্যারের মালিকানা সুরক্ষায় এর চেয়ে অন্য কোনো উপায় ছিল না।
আয়াদুরাই তার উদ্ভাবনের জন্য ১৯৮১ সালে ওয়েস্টিংহাউস সায়েন্স ট্যালেন্ট সার্চ পুরস্কারও পেয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে ই-মেইল কপিরাইট রয়েছে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্টরির (এসআইএনএমএএইচ)।