এক্সক্লুসিভ ডেস্ক : পেশার জগতে সর্বোচ্চ জায়গায় পৌঁছনোর ইচ্ছে কার না থাকে। আরও উন্নতি, আরও টাকা, আরও সম্মানের লোভে কর্তৃপক্ষকে তুষ্ট করতে দিবারাত্র খেটে চলেছেন অনেকেই। জীবন থেকে খাওয়া, ঘুম সব 'আউট'।
কিন্তু এভাবে কাজ করার ফলে কয়েক দিন পরেই কর্মক্ষমতা হারানোর সম্ভাবনা থাকে। মৃত্যুও ঘনিয়ে আসে দ্রুত। শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস। এক নিঃশব্দ ঘাতক। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)-এর একটি গবেষণায় এই তথ্যটি উঠে এসেছে।
আইডিএফ-এর গবেষণায় উঠে আসা তথ্য বলছে, ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে কাজ, কায়িক পরিশ্রমের অভাব ও অনিয়ম জীবনযাপনের ফলে শরীরে দেখা দিচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। ২০৩০ সালের মধ্যে শুধু ভারতেই টাইপ-২ ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছুঁয়ে যাবে।
শুধু তাই নয়, অফিসে অতিরিক্ত কাজ ও কায়িক পরিশ্রমের ফলে বাড়তি মেদ, হৃদরোগের মতো শারীরিক সমস্যাও দেখা দেয় দ্রুত। আর ডায়াবেটি থাকলে, ওই রোগগুলি সহজে সারতেও চায় না। এ ছাড়াও ডায়াবেটিস আক্রান্ত হলে ক্লান্তি, ঘুম পাওয়া, অমনোযোগের মতো সমস্যা দেখা দেয় বলেও জানাচ্ছেন চিকিত্সা বিজ্ঞানীরা।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/