বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৫:১৪

ঘুষের বদলে ব্যাগভর্তি সাপ!

ঘুষের বদলে ব্যাগভর্তি সাপ!

আন্তর্জাতিক ডেস্ক : অবাক করার ঘটনা, ঘুষের বদলে ব্যাগভর্তি সাপ নিয়ে গেলেন এক ব্যক্তি। সমাজের রন্ধে রন্ধ্রে ঘুষখোরদের শায়েস্তা করতেই নাকি ওই ব্যক্তি সাপভর্তি ব্যাগ নিয়ে যান। ঘটনাটি ঘটেছে ভারতের লক্ষ্ণৌতে।

আয়কর দপ্তরের মেঝেয়ে সাপ ছেড়ে দেয়ায় সাপগুলো কিলবিল করছিল। এমনই একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকের ওই ছবির নিচের ক্যাপশনে বলা হয়েছে, ‘লক্ষ্ণৌয়ের বস্তি এলাকায় এক ব্যক্তি সাপ তাড়ানোর জন্য টেবিল ক্লথ ব্যবহার করছেন।

দুই চাষি ঘুষের দাবিতে বিরক্ত হয়ে ৩ ব্যাগভর্তি সাপ দপ্তরে নিয়ে যান। ব্যাগ ৩টি সেখানে খালি করে দেন। ব্যাগ তিনটিতে নাকি ৪০টি সাপ ছিল।

পিটিআইয়ের এক রিপোর্টে বলা হয়েছিল, রাজস্ব দপ্তরে এক বেদে সাপভর্তি ব্যাগ খালি করে দেন। তাকে জমি দিতে দেরি করছিলেন ওই কর্মকর্তা।

জমি-সংক্রান্ত সব কাজ দ্রুত শেষ করার জন্যই নাকি ওই কর্মকর্তা  ঘুষ চেয়েছিলেন। জমি পেতে দেরি হওয়ায় বিরক্ত হয়ে ওই বেদে এ কাণ্ড ঘটান।

ওই রিপোর্টে জানা যায়, হাক্কুল নামে জনৈক বেদে রাষ্ট্রপতিকে জমির জন্য চিঠি লিখেছিলেন। যার উত্তরে স্থানীয় প্রশাসনকে জমি-সংক্রান্ত সব কাগজপত্র তৈরি ও জমিদানের প্রক্রিয়া সম্পন্ন করতে ওই কর্মকর্তাকে নির্দেশও দিয়েছিলেন রাষ্ট্রপতি।

কিন্তু বেদে অভিযোগ করেন, রাজস্ব দপ্তর তার কাছে ঘুষ চেয়েছিলেন। তা না দেয়ায় তাকে জমি দেয়া হচ্ছিল না। শেষে  নিরুপায় হয়ে তিনি সাপভর্তি ব্যাগ নিয়ে গিয়ে অফিসের মধ্যে ঢেলে দেন।

ঘটনাটি জানার পর অনেকেই বলেছেন, ‘উচিৎ কাজটিই করেছেন ওই বেদে। ঘুষখোর ও দুর্নীতিবাজদের শিক্ষা দিতে হলে এমনই করা উচিত। সূত্র : ইন্টারনেট
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে