এক্সক্লুসিভ ডেস্ক : অজগর সাপ কখনো গাছে ওঠে না- এ কথা সবারই জানা। কিন্তু এবার ঘটেছে উল্টো। বড় শিরীষ গাছের উঁচু ডালে কুণ্ডলী পাকিয়ে ছিল ১০ ফুট লম্বা অজগরটি, যা দেখে অনেকে আতকে ওঠেন।
তবে কোনো গভীর জঙ্গলে নয়, রাঙামাটি শহরের জনবহুল এলাকা কাঁঠালতলীতে। এমন দৃশ্য দেখা গেছে গত বুধবার। পরে দক্ষিণ বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড়ে ছেড়ে দেন।