এক্সক্লুসিভ ডেস্ক : গাড়িতে অজগর, তাও আবার ৪ ফুট লম্বা। গাড়ি চালাতে চালাতে হঠাৎ কিছু প্রয়োজন পড়ায় ডেস্ক বোর্ড খুলেই আঁতকে উঠেন চালক।
ডেস্ক বোর্ডের ভেতরে কুণ্ডলী পাকিয়েছিল অজগরটি। সঙ্গে সঙ্গেই ডেস্ক বোর্ড বন্ধ করে বনবিভাগে খবর দিলেন হরিয়ানার ফরিদাবাদ জেলার গাও পন্হেড়ার বাসিন্দা সুরজিত। প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর বনবিভাগের কর্মীরা গাড়ি থেকে বের করে আনেন ৪ ফুট লম্বা অজগরটিকে।
পন্হেড়ার সুরজিত নিজর গ্রাম থেকে গত পরশু গাড়ি চালিয়ে আসছিলেন। মেট্রো হাসপাতালের কাছে এসে ডেস্ক বোর্ড খোলার প্রয়োজন হয় তার। প্রথমে কিছুতেই খুলতে পারছিলেন না তিনি। তারপর হ্যাঁচকা টান দিতেই দেখতে পান অজগরটিকে।
বনবিভাগের কর্মীরা সুরজিত্কে গাড়িটিকে ধীরে ধীরে চালিয়ে তাদের সেক্টর-১৭-এর দফতরে নিয়ে আসতে বলেন। সেখানে দুই ঘটনার চেষ্টায় বনবিভাগের কর্মীরা গাড়ি থেকে বের করে আনেন অজগরটিকে।
বনবিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রামের ঘন জঙ্গল থেকে সম্ভবত অজগরটি গাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। কিন্তু এ ধরনের ঘটনা অত্যন্ত বিপজ্জনক। বনবিভাগের কর্মীরা ওই গ্রামে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/