বিদ্যুৎ বিল দেখেই হার্ট অ্যাটাক!
এক্সক্লুসিভ ডেস্ক : গ্রামের একজন হতদরিদ্র ফেকু রাম। নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা লোকটির। সরকারের দেয়া জরিপে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের তালিকায় ফেকুর নাম রয়েছে। অনেক আশা নিয়ে আলোর মুখ দেখবে বলে ২০০৯ সালে বিদ্যুৎ সংযোগ নেন ফেকু রাম।
প্রথমবার ৬০০ রুপি বিদ্যুৎ বিল পেয়ে শোধ করে দিয়েছিলেন তিনি। এরপর আর কোনো বিদ্যুৎ বিল ফেকু রামের কাছে পৌঁছায়নি। ফেকুরাম ভেবেছিলেন, দারিদ্র্যসীমার নিচে তার নাম থাকায়, সরকার তার বিল মাফ করে দিয়েছে।
কিন্তু ঘটে গেল অঘটন। পাঁচ বছর পর রামের হাতে বিদ্যুৎ বিল ধরিয়ে দিয়ে দ্রুত পরিশোধ করতে বলা হয়। ২ লাখ ৪ হাজার ৯৫২ রুপি বিদ্যুৎ বিল দেখে হার্ট অ্যাটাকে মারা গেলেন ভারতের এই দিনমজুর ফেকু রাম। ভারতের গোপালগঞ্জ জেলার ভোরে উপজেলার ইমিলিয়া গ্রামের একজন হতদরিদ্র ফেকু রাম।
বিদু্যৎ বিল রামে হাতে ধরিয়ে দিয়ে যথা সময়ে পরিশোধ না করলে অন্যথায় ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়। এতেই অসুস্থ হয়ে পড়েন ফেকু রাম। হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনা তদন্ত করে কোনো ভুল হলে দোষী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তা কুমার গৌরব।
২৩ সেপ্টেম্বর.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস