বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৮:৪৩

কবরে লাশের চিৎকার!

কবরে লাশের চিৎকার!

এক্সক্লুসিভ ডেস্ক : বিভিন্ন সময় নানা আজগুবির খবর শোনা গেলেও এবার ঘটেছে এক ব্যতীক্রমি ঘটনা। শুনলে বিশ্বাস করার মতো মনে না হলেও কিন্তু ঘটেছে তা-ই।

সম্প্রতি কবর থেকে লাশের চিৎকার শোনার ঘটনা ঘটেছে গ্রিসে।

জানা গেছে, বৃহস্পতিবার গ্রিসের থেসালোনিকি শহরের পারিয়ায় ৪৫ বছর বয়সী এক নারীকে কবর দেয়া হয়। কবরের কাছ থেকে সবাই সরে যাওয়ার পর পরই পাশে থাকা এক বাসিন্দা ও কয়েকজন শিশু লাশটির চিৎকার শুনতে পায়। এর আগে ক্যান্সারের কারণে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবরের পাশে থাকা ওই বাসিন্দা ও শিশুরা জানায়, কবর থেকে সাহায্য চেয়ে চিৎকারের শব্দ শোনা যায়। এসময় শিশুরা সেখানে খেলাধুলা করছিল। এরপর বিষয়টি পুলিশকে জানালে কবরটি আবার খোঁড়া হয়। কবর খোঁড়ার পর ওই নারীকে মৃত অবস্থাতেই পাওয়া যায়।

লাশটি পরীক্ষা করে খ্রিসি ম্যাটিসকোদি নামের এক চিকিৎসক জানান, ওই নারী কয়েক ঘণ্টা আগে মারা গেছেন। কোনো অবস্থাতেই তিনি পুনর্জীবিত হতে পারেন না। ওই চিকিৎসক গ্রিক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এটি বিশ্বাস করি না।’

তিনি বলেন, ‘কেউ হার্টঅ্যাটাকে মারা গেলে কয়েকবার পরীক্ষা করা হয়। তার পুনর্জীবিত হওয়ার প্রশ্নই আসে না।

নিহতের স্বজনরা জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন তারা। সূত্র : বিবিসি
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে