বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৯:৪১

শিশুর ত্বকের বিশেষ পরিচর্যা

শিশুর ত্বকের বিশেষ পরিচর্যা

এক্সক্লুসিভ ডেস্ক : নরম ত্বকের অধিকারী শিশুরা সাধারণত সংবেদনশীল হয়। যা খুব সহজেই অ্যালার্জি বা অন্যান্য চর্মরোগের আক্রান্ত হয়। সামান্য খোসপাঁচড়া থেকে শুরু হতে পারে শিশুর কিডনী রোগ বা বাত জ্বরের মতো জটিল ব্যাধি। ঋতুর পরিবর্তনে এর প্রবণতা বেড়ে যায় দ্বিগুনের বেশি। তাই তার ত্বকের যতেœ শীতের শুরুর এই সময়টাতে দরকার একটু বেশিই সচেতনতা। যা আপনার শিশুকে রাখবে সুস্থ আর বিপদমুক্ত।  

- বাচ্চাকে পরিষ্কার ও কুসুম গরম পানি দিয়ে গোসল করানো ভালো।শীতের দিনে একদিন পর একদিন গোসল করাতে পারেন। প্রয়োজনে ভেজা কাপড় দিয়ে গা মুছে দেয়া যায়।

- এ সময় আপনার বাচ্চার জন্য চায় সুতি নরম ও মসৃণ কাপড়।উৎসব অনুষ্ঠানে জমকালো পোশাক পরালেও অন্য সময়ে হালকা কাপড় পরানোই ভালো।শিশুর পরিধানের কাপড় যেন অবশ্যই ঢিলেঢালা হয়।আটসাঁট কাপড়ে শরীরের ঘাম আটকে থাকে।যা চর্মরোগের সৃষ্টি করে।

- গোসলের সময় অবশ্যই বেবি সোপ দিয়ে ভালো করে পুরো শরীর ধুয়ে দিতে হবে।এতে ত্বকের জীবানু ধ্বংস হবে।গোসলের পর পানি মুছে দিতে হবে খুব ভালোভাবে।ফলে শিশুর শরীরে ছত্রাক আক্রমণের সুযোগ থাকে না।

- শিশুর প্রস্রাব-পায়খানা করার পর দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে।দীর্ঘক্ষণ এভাবে থাকলে ঠাণ্ডা লেগে যাবার সম্ভাবনা থাকে।

- শিশুর ব্যবহৃত কাঁথা বালিশ সব সময় পরিষ্কার রাখা জরুরী।সরাসরি রোদে শুকিয়ে তবে ব্যবহার করায় ভালো। এতে জীবানু ধ্বংস হয়।তবে কাঁথা কাপড় ধোয়ার সময় বেশি জীবানু নাশক ব্যবহার করা উচিৎ নয়। বেশি ব্যবহার করলে তা শিশু শরীরে লেগে ক্ষতি করতে পারে।

- পরিবারের কারো চর্মরোগ থাকলে তার থেকে শিশুকে যথাসম্ভব দূরে রাখুন। শিশুর শরীরে যেন জীবানু প্রবেশ না করে। এতে আপনার সন্তানটি থাকবে সুস্থ ও সুন্দর।    

- শিশুর হাতের নখ সব সময় কেটে ছোট রাখতে হবে। যাতে মুখে দিলেও শরীরে জীবানু প্রবেশ না করে।

- শিশুর ত্বকে বেবি ক্রিম লাগাতে পারেন।ত্বকের মসৃনতা ধরে রাখতে ময়েশ্চারাইজিং ব্যবহার করতে পারেন।না হলে সহজেই তা ফেটে গিয়ে চামড়া উঠতে পারে।

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে