বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪০:৪২

মঙ্গলের বুকে ট্রাফিক সিগন্যাল!

মঙ্গলের বুকে ট্রাফিক সিগন্যাল!

এক্সক্লুসিভ ডেস্ক : ঢাকায় ট্রাফিক সিগন্যালে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে একসময় বিরক্তি ধরে যায় সবার। তখন বেশিরভাগ মানুষই হয়তো পালাতে চান অন্য কোন গ্রহে। যেখানে অন্তত ঢাকার মতো যানজট নেই। আর সেটা যদি হয় মঙ্গল গ্রহে তবে তো আর কথাই নেই!

তবে এবার বোধহয় কিছু কথা আছে। কারণ মঙ্গলেও ট্রাফিক সিগ্যানালের ছবি পাওয়া গেছে সম্প্রতি। নাসার নভোযান কিওরোসিটির পাঠানো ছবিতে ট্রাফিক সিস্টেমের আভাস পাওয়া গেছে সেখানে।

পাঠানো ছবিটিতে একটি বস্তুকে দেখা যাচ্ছে যা সাধারণত রাস্তায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিট্রিশ মহাকাশযান বিশেষজ্ঞ জোসেফে হোয়াইটের নজরে বিষয়টি প্রথম ধরা পড়ে।

হোয়াইট জানান, তিনি বেশ কিছু দিন ধরেই নাসার ওয়েবসাইটে প্রকাশিত মঙ্গল গ্রহের ছবিগুলা পর্যবেক্ষণ করে থাকেন। হঠাৎ করেই এই ছবিটিতে ট্রাফিক সিগন্যাল সদৃশ বস্তুটি আবিষ্কার করেন। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত নাসার কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে এমন কিছুর সম্ভাব্যতা একেবারে উড়িয়ে দিচ্ছেননা বিজ্ঞানীরা। তাছাড়া এটাকে এলিয়েনদের কাজ বলেও মন্তব্য করছেন অনেকেই।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে