এক্সক্লুসিভ ডেস্ক : প্রকৃতিকে জয় করার স্বপ্ন বাঙালিকে বারমুখো করে দেয়৷ অজানাকে জানা কিংবা অচেনাকে চেনা৷ তাইতো সব বাধা বিপত্তি অতিক্রম করে আজও বাঙালি বেরিয়ে পরে আবিষ্কারের নেশায়৷এ যেন বাঙালির মননে, বাঙালির স্বপনে, বাঙালির রক্তে৷ এবার আরও এক বাঙালির পর্বত শৃঙ্গ জয়৷ আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ব্ল্যাঙ্ক জয় করলেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত৷
এই দুর্গম শৃঙ্গের উচ্চতা ৪৮১০মিটার৷পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার সত্যরূপের বিরল এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কলকাতার পর্বতারোহীরা৷পর্বতারোহী বসন্ত সিংহরায় বলেন, ‘সত্যরূপের এই জয়ে আমরা প্রত্যেকে গর্বিত৷ওকে অভিনন্দন৷’ কয়েক মাস আগেই পর্বত অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে ছিলেন হাওড়ার মহিলা পর্বতারোহী ছন্দা গায়েন৷
কিন্তু তার পরও অ্যাডভেনচারের নেশা কাটিয়ে উঠতে পারেনি বাঙালি৷তাই সব প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের এই শৃঙ্গে ওঠার সাহস দেখান সত্যরূপরা৷গত আগস্টেই এই শৃঙ্গ জয়ের নেশায় প্রাণ হারিয়েছেন ৯ জন পর্বতারোহী৷তা জেনেও থেমে থাকেননি সত্যরূপ৷
মাঁ ব্লাঁ জয়ের পর সত্যরূপ সিদ্ধান্ত তার প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘অভিযানের শুরুর দিকে আবহাওয়া খুব প্রতিকূল ছিল৷সবচেয়ে বড় সমস্যা ছিল হাওয়া৷ধৈর্য্য ধরে আমরা অপেক্ষা করছিলাম৷এবং শেষ পর্যন্ত আবহাওয়া সাথ দেওয়ায় বিপদ কাটিয়ে জয় পেলাম৷’ সত্যরূপের পরবর্তী লক্ষ্য মাউন্ট এভারেস্ট৷
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/