বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৫:০৭

আকর্ষণীয় ডেটিংয়ের জাদুমন্ত্র

আকর্ষণীয় ডেটিংয়ের জাদুমন্ত্র

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি কি প্রথম ডেটিংয়ে যাচ্ছেন? এ নিয়ে একটা অদ্ভুত টানাপড়েন চলছে আপনার মনের মধ্যে৷ ভাবছেন আপনার পছন্দের মানুষটি আপনাকে পছন্দ করবে কিনা! কিভাবে আপনার ডেটকে করে তুলবেন আকর্ষণীয় ও সুন্দর যাতে আপনার সঙ্গীটি ওই দিনটি কে সারা জীবন মনে রাখবে৷ তাই আপনার মনের কথা ভেবেই এই ব্যাপারে আমরা আপনাকে দিলাম কিছু সহজলভ্য টিপস্৷

কিন্তু টিপস্ দেওয়ার আগে এটাই বলবো যে এত ভাবার কোনও দরকার নেই, এই সমস্যার সমাধান শুধুমাত্র একজনই করতে পারে৷ সেটা হল আপনার আত্মবিশ্বাস৷ নিজের ওপর বিশ্বাস রাখুন সব কিছু ঠিক মত এগোবে৷ আর এই টিপটা ছেলে এবং মেয়েদের দুজনের পক্ষেই প্রযোয্য৷ তাহলে জানুন আরও কিছু সহজ টিপস্ যা সাহায্য করবে আপনার আত্মবিশ্বাসকে ধরে রাখতে৷

নিজেকে একদম ঠাণ্ডা রাখুন৷ এতে আপনার নিজের ওপর বিশ্বাস বজায় থাকবে৷

ডেটে গিয়ে আপনাকে দেখতে সুন্দর লাগুক বা মন্দ, আপনার সঙ্গীর সামনে বসে মিষ্টি করে হেসে কথা বলার চেষ্টা করুন৷ এতে আপনার মনের মধ্যে চলা টানাপড়েন লুকোতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাসকে বজায় রাখতে পারবেন৷

সর্বক্ষণ কথা বলার চেষ্টা করুন৷ চুপ করে বসে এদিক ওদিক তাকিয়ে  আপনার সঙ্গীকে বিরক্তি অনুভব করাবেন না৷ আর আপনার যদি কম কথা বলার অভ্যাস থাকে৷ তাহলে আপনার সঙ্গীটি যা বলছে তা মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে কথা বলে  সময় কাটাতে পারেন৷

সবসময় আপনার সঙ্গীর চোখের দিকে সোজাসোজি তাকিয়ে কথা বলুন৷ নিচের দিকে বা অন্য দিকে তাকিয়ে নিজেকে বোকার পরিচয় দেবেন না৷ প্রথম ডেটে গেলে এই টিপটি ভীষণ কর্যকরী৷

২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে