বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৬:২১

সূর্যের গায়ে বৃহত্তম কলঙ্কের সন্ধান

সূর্যের গায়ে বৃহত্তম কলঙ্কের সন্ধান

এক্সক্লুসিভ ডেস্ক : সূর্যের গায়ে বৃহত্তম কলঙ্কের সন্ধান পেল নাসা। গত ২৪ বছরের মধ্যে এই প্রথম এত বড় কলঙ্কের সন্ধান পাওয়া গেল। ২০০৮ সালে প্রথম এই কলঙ্ক দেখা যায়। তবে এই কলঙ্কের বিষয়ে খুব বেশি তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এই অংশ থেকে ক্ষতিকর বিকিরণ হয় বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। যদিও পৃথিবীর আবহাওয়ায় সরাসরি কোনও ক্ষতি করবে না বলে দাবি করা হয়েছে। তবে জিপিএস পরিষেবা ও সিগনালিং-এর ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে জানানো হয়।

২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে