পৃথিবীর ক্ষুদ্রতম ব্যাঙ!
এক্সক্লুসিভ ডেস্ক : সম্প্রতি চীনের জিয়াংসি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের বিশিষ্ট অধ্যাপক হু গ্যাপসিন দাবি করেছেন, তিনি কৃত্তিমভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাঙ তৈরী করেছেন।
কিন্তু তিনি তার এই আবিস্কারের কথা তার সহকর্মীদের বলতে অনিচ্ছা প্রকাশ করেন। হু তার সহকর্মী এবং তার স্যারকে ভয়ের সঙ্গে বলেছেন, তিনি তার কাজে ফাঁকি দিয়ে নয় তার অবসর সময়ে কাজ করেছেন। হু গ্যাপসিন বলেন, ‘ব্যাঙগুলো একটি শিমের বিচির চেয়েও ছোট। কিন্তু ব্যাঙগুলো লাফ দিয়ে ১০ সে:মি: এরও বেশি যেতে পারে।’ তিনি আরও জানান, ‘ব্যাঙগুলো খুবই ছোট কিন্তু কার্যকর। এরা খুবই খেলাপ্রিয়।’
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এসবি