পরিচয় গোপন রেখে ফেসবুকে চ্যাট!
আন্তর্জাতিক ডেস্ক : আরো একধাপ এগিয়ে দিলো ফেসবুক। সম্প্রতি পরিচয় গোপন রেখে চ্যাট করার সুবিধা চালু করল ফেইসবুক। সুবিধাটি দিতে বৃহস্পতিবার 'রুম' নামে নতুন একটি অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে তারা। অ্যাপটি এখন আইফোনে ব্যবহার করা যাচ্ছে।
এক ব্লগ পোস্টে ফেইসবুক জানায়, রুম ব্যবহার করে চ্যাট করার সময় ব্যবহারকারীর নাম, ভৌগোলিক অবস্থান বা সামাজিক সংযোগের কোনো বর্ণনা দিতে হবে না। ব্যবহারকারী এখানে তার পছন্দের বিষয়ে ছবি, ভিডিও এবং বার্তা আদান-প্রদান করতে পারবেন।
১৮ বছরের বেশি বয়সীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। -টাইমস অব ইন্ডিয়া
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এসবি