এক্সক্লুসিভ ডেস্ক : ২৪ ঘণ্টায় ১৯টি দেশ ভ্রমণ! বিষয়টি অবিশ্বাস্য মনে মহলেও ঘটনা কিন্তু তা-ই। এমনই ঘটনা ঘটিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন নরওয়ের তিন বাসিন্দা। একদিনের মধ্যে ১৯টি দেশ ভ্রমণ করে এই রেকর্ড তৈরি করলেন। নতুন এই ইতিহাসটি তৈরি করলেন নরওয়ের গুনার গার্ফোর্স (৩৯), তে-ইয়াং পাক (৪২) এবং ওয়েভিন্দ জুপভিক (৩৮)।
ভ্রমণবিলাসী এই তিন ব্যক্তি শনিবার মধ্যরাতে তাদের অভিযান শুরু করেন গ্রিস ও বুলগেরিয়ার সীমান্ত থেকে। তারপর মাত্র ২৪ ঘন্টার মধ্যে তারা ম্যাসিডোনিয়া, কসোভো, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেজ রিপাবলিক, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স এবং সুইজারল্যান্ড ভ্রমণ শেষ করেন। এরপর রবিবার রাতে লিচটেনস্টেইনে তাদের অভিযান শেষ হয়।
ওই তিন জন জানিয়েছেন, ২৪ ঘন্টার মধ্যে ১৯টি দেশে ভ্রমণের সময় তেমন কোনও অসুবিধেতে পড়তে হয়নি তাদের। শুধুমাত্র সুইজারল্যান্ডে ঝড়বৃষ্টিতে ফেঁসে গিয়েছিলেন আর গ্রিসে ভাড়া গাড়ি নিয়ে ছোট্ট একটা ঝামেলা হয়েছিল। ব্যস, এই দুটি ছোট ঘটনা ছাড়া আর তেমন সমস্যার মধ্যে পড়েনি এই দল। তবে খাবার খাওয়ার জন্য দলটির কোথাও থামার সময় পায়নি। রাস্তায় তারা শুধু মিষ্টি, স্যান্ডউইচ, নুন আর এনার্জি ড্রিঙ্কস খেয়েই কাটিয়েছেন। এর আগে ২৪ ঘন্টায় ১৭টি দেশ ভ্রমণের রেকর্ড ছিল এই দলের।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/