বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫২:০৪

পাহাড় থেকে নামল 'দুধের' ঝর্না

পাহাড় থেকে নামল 'দুধের' ঝর্না

এক্সক্লুসিভ ডেস্ক : শীতল পানির ঝর্না বা উষ্ণ পানীর ঝর্নার নাম শোনা যায় কিন্তু এই প্রথম কোন পাহাড় থেকে নেমে এলো কোন পানির ঝর্ণা নয় খাঁটি দুধের ঝর্না। আর এই ঘটনাটি ঘটেছে ভারতে রাজস্থানের পাহাড়ে। খাড়া পাহাড় বেয়ে নেমে আসছে শুভ্র ধারা। কোনো রাসায়নিক বা পানি গুলে দেওয়া রঙের কারসাজি নয়। রাজস্থানের সিরোহিতে সত্যিই বইল দুধের ঝর্না ।

স্থানীয়দের প্রভু গণেশকে দুধ খাওয়ানোর মতোই আজব কাণ্ড দেখলেন সিরোহিবাসী। গত সোমবার রাজস্থানের এই পাহাড়ি অঞ্চলে বেশ কিছুক্ষণ ধরে বয়ে চলল দুধের নদী। কোনো দৈব লীলা নয়, ঘটনার সূত্রপাত এক দুর্ঘটনা। এদিন সকালে বাহারিঘাটা অঞ্চলে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এক ট্যাঙ্কারচালক। সঙ্গে সঙ্গে রাস্তার উপর উল্টে যায় দুধভর্তি ওই ট্যাঙ্কার। জানা গিয়েছে, গুজরাত ডেয়ারি থেকে ২৫,০০০ লিটার দুধ নিয়ে রাজস্থানে আসছিল ওই ট্যাঙ্কার। পথে ঘটে বিপর্যয়। ট্যাঙ্কার ছেড়ে পিঠটান দেন চালক ও খালাসি।

উল্টে পড়া ট্যাঙ্কার থেকে উপচে পড়া দুধ বয়ে চলে রাস্তার উপর দিয়ে। তারপর তা হুড়মুড়িয়ে নেমে যায় পাহাড়ি ঢাল বেয়ে। ফলে রাতারাতি সিরোহিবাসীর হতচকিত চোখের সামনে দিয়ে সবেগে বইতে থাকে ধবলধারা। প্রাথমিক বিস্ময় কাটিয়ে অবশ্য বালতি, ড্রাম, ক্যান নিয়ে দৌড়ন তারা। ক্রমে এলাকার প্রতি বাড়িতেই জমে ওঠে দুধের মোচ্ছব।

অন্যদিকে উল্টে পড়া ট্যাঙ্কারের জেরে নিশ্চল হয় পাহাড়ি পথ। তৈরি হয় বিশাল যানজট। পরবর্তীকালে ক্রেন এনে ট্যাঙ্কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে