শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৬:৫৭:০৫

বাইক আরােহীদের জন্য বড় ধরণের সুসংবাদ দিল স্যামসাং!

বাইক আরােহীদের জন্য বড় ধরণের সুসংবাদ দিল স্যামসাং!

এক্সক্লুসিভ ডেস্ক : জে সিরিজ স্মার্টফোনের পরিধি আরো বাড়াল স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই বৃহত ইলেকট্রনিক কোম্পানি এবার বাইক আরোহীদের জন্য ৫ ইঞ্চি জে৩ গ্যালাক্সি স্মার্টফোন ভারতের বাজারে আনল। এই ফোনের দাম ৮,৯৯০ টাকা। গতকাল বৃহস্পতিবার থেকেই তা অ্যামাজন ডট ইনে পাওয়া যাচ্ছে।

এই স্মার্টফোনে থাকছে “S-bike Mode”। এই মোড অন করলে ফোন চালু থাকলেও বাইক আরোহীরা নির্বিঘ্নে বাইক চালাতে পারবেন। “S-bike Mode” এনএফসি এনাবেলড স্টিকারের সঙ্গে কাজ করবে এবং স্বয়ংক্রিয়ভাবে কলারদের কাছে এই বার্তা পৌঁছে দেবে যে, যে ব্যক্তিকে আপনি ফোন করার চেষ্টা করছেন তিনি বাইক চালাচ্ছেন। কিছুক্ষণ পরে ফোন করুন।

এরফলে ফোনে আসা কোনো নোটিফিকেশন বা কল না ধরেই বাইক চালানোতে মনোনিবেশ করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। এই মোড অ্যাক্টিভেট করতে হলে গ্রাহকদের জে৩ স্মার্টফোনে এনএফসি-এনাবেলড ট্যাগ ট্যাপ করতে হবে। জরুরী অবস্থার ক্ষেত্রে কলারকে ‘১’ প্রেস করে ফোন ব্যবহারকারীকে বার্তা দিতে পারেন। সেক্ষেত্রে চালকের স্ক্রিনে ফুটে উঠবে ‘আর্জেন্ট কল’।

এই ফোনে থাকছে ৫ ইঞ্চি এইচডি সুপার এমোলেড ডিসপ্লে, রেজোলিউশন 1280×720 পিক্সেল। এই ফোনে রয়েছে 1.5GHz কোয়াডকোর প্রোসেসর। ফোনের র্যাম ১.৫ জিবি এবং ইন্টারনাল মেমোরি ১৬ জিবি। ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি 2,600mAh। ডুয়াল সিমের এই ফোনে ৪ জি এলটিই, ব্লুটুথ, ওয়াইফাই রয়েছে।-এবিপি আনন্দ
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে