বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৪:৪৫

মুখের দুর্গন্ধ থেকে বাঁচার উপায়

মুখের দুর্গন্ধ থেকে বাঁচার উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : দৈনন্দিন জীবনে আমাদের প্রায় সবারই মুখে দুর্গন্ধ হওয়ার বিষয়টি সবার জন্যই ব্যাপক অস্বস্তিকর। এ থেকে কে না মুক্তি চান। শ্বাস-প্রশ্বাসের সঙ্গে যদি বাজে গন্ধ বেরোয়, তবে তা নিজের কাছেই খারাপ লাগে। সেখানে অন্যে সামনে কথা বলতেই লজ্জাবোধ হয়।

ক্লিভল্যান্ড ক্লিনিকের দন্ত বিশেষজ্ঞ এবং আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মুখপাত্র ম্যাথু মেসিনা বলেন, মুখে বাজে গন্ধের পেছনে বহু কারণ জড়িত। এক গ্লাস পানীয় থেকে শুরু করে নানা বিষয় এর কারণ হতে পারে।

খাদ্য ও পানীয় বিষয়ে সতর্ক থাকুন : তাই যা খাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন। কিছু খাদ্য আছে যা বেশি গন্ধ সৃষ্টি করে। তা ছাড়া সব খাদ্য মুখে জমে থাকলেই দুর্গন্ধ হবেই। আবার কিছু মানুষের মুখে সাধারণ খাবার অতিমাত্রায় দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। আবার অনেকে অ্যালকোহল পানের পর খেয়ার করেন যে তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ ধরনের পানীয় দাঁতে এক ধরনের আবরণ তৈরি করে যেখানে আটকে থাকে ব্যাকটেরিয়া। তাই দুর্গন্ধ হয় এমন খাবার থেকে দূরে থাকাই ভালো।

ব্যাকটেরিয়ার স্বর্গ : মানুষের মুখের ভেতরকে ব্যাকটেরিয়ার স্বর্গ বলা যেতে পারে। খাদ্য থেকে উৎপন্ন ৬০০ রকম ব্যাকটেরিয়া থাকতে পারে মুখে। এই ব্যাকটেরিয়াই মূলত দুর্গন্ধের জন্য দায়ী। মুখে ও দাঁতের কোণে জমে থাকা খাদ্যকণা দূর করতে আমরা সাধারণত ব্রাশ করি। সচেতন মানুষরা দাঁত ও জিহ্বা ব্রাশ করেন। তবে জিহ্বার নিচেও ব্রাশ করতে পরামর্শ দিয়েছেন ড. মেসিনা।

প্রতিবার খাবার পরই আসলে ব্রাশ করা উচিত বলে মনে করেন চিকিৎসকরা। তবে সম্ভব না হলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা টুথপিক দিয়ে বের করে নিন। এ সব খাদ্যকণা মুখে স্যালিভা তৈরি করে। এটি পিছল ঘন তরল যা মুখে দুর্গন্ধ সৃষ্টি করে।

ড. মেসিনা বলেন, সবাই জানতে চান কীভাবে বোঝা যাবে যে কখন দুর্গন্ধ হতে পারে। এটা আসলে খুব কঠিন বিষয়। অনেকেই মুখে হাত দিয়ে শ্বাস ছেড়ে বোঝায় চেষ্টা করেন। এভাবে দেখে নিতে পারেন। সূত্র : ফক্স নিউজ।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে