শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ১০:১২:০৫

ইঁদুরের ঠেলায় জরুরি বৈঠক, একটা মারলে ২৫ টাকা!

ইঁদুরের ঠেলায় জরুরি বৈঠক, একটা মারলে ২৫ টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক : রাস্তায় ইঁদুর, ঘরে ইঁদুর, দোকানে-বাজারে ইঁদুরের দল৷ পাকিস্তানের তালেবান সন্ত্রাস-কবলিত প্রদেশ খাইবার-পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে চলছে ইঁদুর সন্ত্রাস৷ পালেপালে ইঁদুরের ঠেলায় প্রায় কুপোকাত ওই প্রদেশের সরকার৷ চতুর্দিকে প্লেগের মতো মহামারী ছড়ানোর আশঙ্কা৷

সম্প্রতি ইঁদুরের কামড়ে এক শিশুর মৃত্যুর পরই নড়েচড়ে বসে পেশোয়ারের নগর প্রশাসন৷ শুরু হয়েছে ইঁদুর মারা অভিযান৷ জারি হয়েছে ফরমান- একটা ইঁদুর মারো, মিলবে ২৫ টাকা পুরস্কার!

সরকারি অভিযান সফল করতে এ এক অভিনব উদ্যোগ৷ পেশোয়ার পৌরসভার তরফে শহরের বাইরে কিছু নির্দিষ্ট কেন্দ্র স্থাপন করা হয়েছে৷ সেখানে যে যত ইঁদুর মেরে আনবে তার হিসাব নিয়ে মরা ইঁদুর পিছু ২৫ টাকা দেয়া হবে৷

বিনামূল্যে ইঁদুর মারার বিষ সরবরাহ করা হবে৷ এমনই ঘোষণা সরকারের৷ ইঁদুরবাহিনীর জ্বালায় রীতিমতো চিন্তিত পেশোয়ারের প্রশাসক নাজিম মোহাম্মদ৷ এ নিয়ে জরুরি বৈঠক করেন তিনি৷

ছোট্ট একটা হিসাব, গত ১৮ মাসে নিজের বাড়ির আশপাশে এক লাখ ইঁদুর মেরেছেন নাসির আহমেদ! বাকিটা তো বুঝতেই পারছেন৷

জাপানের হ্যামিলনের সেই বাঁশিওয়ালা থাকলে হয়তো এত ভাবতে হত না পেশোয়ার প্রশাসনকে৷ বাঁশির সুরেই যাবতীয় সমস্যার সমাধান হত৷ কিন্তু বাঁশিওয়ালা তো আর নেই, তাই চিন্তাটা এখানেই।
১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে