শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৫:৩৪:৩৪

বিমানে বিমান সেবিকাদের বিশ্রামের জায়গা!

বিমানে বিমান সেবিকাদের বিশ্রামের জায়গা!

এক্সক্লুসিভ ডেস্ক : যেসকল পাঠক ইতিমধ্যেই বিমান ভ্রমন করে ফেলেছেন তারা এয়ার হস্টেস বা বিমানবালা সম্পর্কে অবগত। তারা দীর্ঘ বিমানযাত্রায় এয়ার হস্টেসরা কি নাগাড়ে কাজ করেন? মোটেই না। তাদেরও বিশ্রাম নিতে হয়। কিন্তু যেখানে তারা বিশ্রামটি নেন, সেই জায়গাটি দেখলে আপনার হিংসা হতেই পারে।

অনেকেরই ধারণা, দীর্ঘ বিমানযাত্রায় বিমানসেবিকা বা এয়ার হস্টেসরা কোনও একটি সিটে বসে জিরিয়ে নেন। বেতন চড়া হলেও, তাদের জীবন অত্যন্ত কষ্টকর।

ভুল ধারণা ভেঙে বেরিয়ে আসুন। এয়ার হস্টেসরা মোটেই সর্বক্ষণ কাজ করেন না বা কোনও সিটে বসে ঘুমিয়ে নেন না। তাদের আলাদা শোওয়ার জায়গা রয়েছে। এবং সেই জায়গা রীতিমতো আরামদায়ক। বিভিন্ন বড় বিমানে তাদের জন্য যে আলাদা ব্যবস্থা থাকে।

২ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে