বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৫:৪৪

চোখের রঙ দেখে পরিচয়!

চোখের রঙ দেখে পরিচয়!

এক্সক্লুসিভ ডেস্ক : চোখের রঙ দেখে মিলবে পরিচয়। কোন চোখের মেয়ে কেমন তা চোখ দেখেই জানা যাবে। যেসব মেয়ের চোখ বাদামী রঙের তারা সাধারণত নীল চোখের মেয়েদের চেয়ে বেশি বিশ্বস্ত হয়।

চেক প্রজাতন্ত্রের চার্লস ইউনিভার্সিটিতে সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।

এই গবেষণায় অংশগ্রহনকারীদের বলা হয়েছিল পুরুষ এবং মহিলাদের চোখের দিকে তাকিয়ে শুধুমাত্র চেহারার আকার এবং তাদের বিশ্বস্ততা রেটিং করতে।

অংশগ্রহনকারীদের বেশির ভাগেরই মনে হয়েছে, বাদামী চোখের মেয়েরা বেশি বিশ্বস্ত নীল চোখের মেয়েদের থেকে৷

আবার পুরুষদের ক্ষেত্রে চেহারার আকৃতি বিশ্বস্ততার নির্দেশক হিসেবে কাজ করেছে। অংশগ্রহণকারীরা বলেন, তারা সেইসব পুরুষকে বেশি বিশ্বস্ত মনে করেন যাদের চেহারা গোলাকৃতির এবং মুখমণ্ডল বড়। অপরদিকে ছোট্ট চেহারার পুরুষরা তুলনামূলক কম বিশ্বস্ত।

এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, চেহারার আকৃতি মেয়েদের বিশ্বস্ততায় কোন প্রভাব ফেলে না,  কিন্তু পুরুষদের ওপর প্রভাব বেশি করে ফেলে।

গবেষণায় কেন এ রকম ফলাফল এসেছে এবং এর ভিত্তিতে কাউকে পরিমাপও করা ঠিক না এমন কথাও বলা হয়েছে গবেষণায়। তবে এ নতুন তথ্যে অনেকেরই আগ্রহ থাকতে পারে৷

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে