শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৫:৩২:০৪

অবাক কাণ্ড, উড়তে উড়তে সেলফি এবার ড্রোনে!

অবাক কাণ্ড, উড়তে উড়তে সেলফি এবার ড্রোনে!

এক্সক্লুসিভ ডেস্ক : অবাক কাণ্ড, উড়তে উড়তে সেলফি এবার ড্রোনে! আপনি পোজ দিয়ে দাঁড়াবেন, আর ড্রোন উড়তে উড়তে আপনার ছবি তুলে নেবে।  ভাবতে ভাবতেই কিন্তু এমন আবিষ্কার।  বিষয়টি অবাক মনে হলেও ঘটনা কিন্তু তাই।  

অস্ট্রেলিয়ার এক কোম্পানি গত পরশু বাজারে এনেছে এই সেলফি ড্রোন।  জুন মাস থেকেই বিশ্বের বাজারে পাওয়া যাবে সেলফি ড্রোন।  সেলফি ড্রোনের মাধ্যমে ২৫ মিটার দূর থেকে ছবি তোলা যাবে।

নেয়া যাবে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউও।  সেলফি ড্রোনে থাকছে ৫ মেগাপিক্সেল CMOS সেন্সর ক্যামেরা।  আকারে ৬০০ মিলিটার বোতলের আয়তনের সমান এই ড্রোন সহজেই ঢুকে যাবে প্যান্টের পকেটে বা ব্যাগে।

তবে ভালো ছবি তোলার জন্য গাঁটের কড়ি খসাতে হবে একটু বেশি।  সেলফি ড্রোনের দাম পড়ছে প্রায় ১৭,৬৮০ টাকা।  তবে শৌখিনতার দাম কি আর টাকার অঙ্কে মাপা যায়? কতজনই না আছে এমন শৌখিন ব্যক্তি।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে