এক্সক্লুসিভ ডেস্ক : বৃদ্ধাশ্রম কথাটি শুনলেই শরীর শিউরে ওঠে। আর সেখানে বৃদ্ধরা কি করেন তা দেখলে আরো কষ্ট হয় আপনার-আমার মনে। বিপিএল তালিকাভুক্তদের মতো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য৷ এই ধরনের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা৷ তবে, বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন, তাদের সকলকে এ সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা সম্ভব নয়৷
কাজেই, কলকাতা পুর এলাকায় যে সব বৃদ্ধাশ্রম রয়েছে, অর্থনৈতিকভাবে সমস্যায় থাকা সেখানকার আবাসিকদের জন্যই বিপিএল তালিকাভুক্তদের মতো সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে৷ আগামী কয়েক মাসের মধ্যে এই ধরনের ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে৷ এ জন্য কলকাতা পুর এলাকার মধ্যে যে সব বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানকার কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷
কলকাতা পুরসভা এলাকার কোন কোন ওয়ার্ডে রয়েছে বৃদ্ধাশ্রম, সেখানকার আবাসিকদের সংখ্যা কত, আবাসিকদের মধ্যে কতজনের ক্ষেত্রে পারিবারিক অর্থনৈতিক সমস্যা রয়েছে, এমন নানা বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে৷ কলকাতা পুর এলাকার কোনও বৃদ্ধাশ্রমের কোনও আবাসিকের ক্ষেত্রে পারিবারিক অর্থনৈতিক সমস্যা থাকলে, সংশ্লিষ্ট আবাসিককে দারিদ্র সীমার নীচে বসবাসকারী হিসেবে বিপিএল তালিকাভুক্ত করা হবে৷
তবে, কবে থেকে এই ধরনের ব্যবস্থার সুযোগ-সুবিধা পেতে শুরু করবেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা, এখনই তা বলতে পারেননি ওই কাউন্সিলর৷ বলতে পারেননি কলকাতা পুরসভার সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদ ইন্দ্রানি সাহা বন্দ্যোপাধ্যায়ও৷ তবে, তিনি বলেন, ‘কলকাতার বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য বিপিএল তালিকাভুক্তদের মতো সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷’
তার পর ওই তালিকা অনুযায়ী মাসিক ভাতা, চিকিৎসার জন্য খরচ বহন করা সহ অন্যান্য সুযোগ-সুবিধারও ব্যবস্থা করবে কলকাতা পুরসভা। স্বাভাবিকভাবেই এই ধরনের ব্যবস্থা চালু করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলকাতা পুর এলাকার বিভিন্ন বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষরা৷ চেতলার একটি বৃদ্ধাশ্রমের সুপারিনটেন্ডেন্ট অলোকা ঘোষ বলেন, ‘এটা খুব ভালো পদক্ষেপ৷
বৃদ্ধাশ্রমের আবাসিকদের বিপিএল কার্ড দেওয়ার বিষয়ে গত ২৬ জুলাই কলকাতা পুরসভায় একটি বৈঠক হয়েছে৷’ একই সঙ্গে তিনি বলেন, ‘বৃদ্ধাশ্রমে এমন আবাসিকও রয়েছেন, যারা বিপিএল তালিকাভুক্ত৷ বৃদ্ধাশ্রমে এই ধরনের আবাসিকদের রাখার জন্য স্পনসরের প্রয়োজন দেখা দেয়৷’ কলকাতা পুর এলাকায় থাকা বিভিন্ন বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য যাতে বিপিএল তালিকাভুক্তদের মতো সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দেওয়া সম্ভব হয়, সেজন্য প্রস্তাব পেশ করেছিলেন ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতœা শূর৷
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/