শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ১০:১৩:০৬

৫টি বিষয়ে এগিয়ে ছেলেরা, যা মেয়েরা শিখে নিতে পারে

৫টি বিষয়ে এগিয়ে ছেলেরা, যা মেয়েরা শিখে নিতে পারে

এক্সক্লুসিভ ডেস্ক : নারী পুরুষ সমান সমান।  কিন্তু সব সময় নয়।  এমন কিছু সময় আছে যখন মেয়েদের থেকে ছেলেরা এগিয়ে।  এটা কিন্তু পুরুষদের মনগড়া কথা নয়।  বিশেষজ্ঞরাই বলছেন, এমন ৫টি বিষয় আছে যেখানে পুরুষদের থেকে নারীরা শিক্ষা পেতে পারেন।  কি সব বিষয়? জানতে চাইলে পড়তে হবে-

১. জীবনের সবকিছুর পেছনেই যুক্তি রয়েছে।  এটি বেশি অনুধাবন করে পুরুষরা।  যুক্তি নিয়ে পুরুষরা চর্চা করে এবং তা নারীকে শেখায়।  পিতা, বন্ধু কিংবা স্বামী হিসেবে।

২. কখনো কখনো আবেগ একেবারেই মূল্যহীন।  কিন্তু মেয়েদের আবেগ বেশি।  সব পরিস্থিতিতে কিন্তু আবেগাপ্লুত হতে নেই।  আবেগের লাগাম টেনে ধরতে হয়।  এটা পুরুষের আয়ত্বে।  

৩. যেকোনো কিছু সরাসরি তীব্রভাবে প্রকাশ করতে নেই।  মেয়েরা প্রেম, কষ্ট, আনন্দ, উদ্বেগ তীব্রভাবে প্রয়োগ করে।  কিন্তু এক্ষেত্রে পুরুষরা সংযমী।

৪. পুরুষরা সাধারণত প্রয়োজনীয় গসিপ পছন্দ করে।  কিন্তু মেয়েরা গসিপ পেলেই সেটাকে সত্য ধরে নিয়ে আলোচনায় ব্যস্ত।  ছেলেরা বোঝে যে বিষয়টি ক্ষতিকর।

৫. মেয়েদের তুলনায় ছেলেদের সেন্স অব হিউমার সাধারণত বেশি হয়।  এটি খুব ভালো গুণ।  মেয়েরাও সেন্স অব হিউমারের শিক্ষাটা ছেলেদের কাছ থেকে নিতে পারেন।  তাতে কাজে আসবে।  কিন্তু লাজুক মেয়েরা ছেলেদের কাছ থেকে শিখতে চায় না।।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে