শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ১০:৩৫:৫২

প্রেম করে বিয়ে নয়, দেখেশুনে সম্বন্ধ বিয়ের ৫টি সুবিধা

প্রেম করে বিয়ে নয়, দেখেশুনে সম্বন্ধ বিয়ের ৫টি সুবিধা

এক্সক্লুসিভ ডেস্ক : প্রেম করে বিয়ে নয়, সম্বন্ধ-বিয়ের মধ্যে এমন কিছু রয়েছে যা থেকে পেতে পারেন ৫টি সুবিধা।  অবশ্য পুরোপুরি হটাতে পারেনি প্রেমজ বিয়ে।  আসুন না চোখ বোলাই তাতে কী আছে?

বিশ্বে কোন দেশ সম্বন্ধ-বিয়ে সবথেকে এগিয়ে জানেন কি? না জানলে সঙ্গেই থাকুন।  যে তিন-চারটি দেশের মধ্যে প্রতিযোগিতার ধামাকা মচবে, বলাই বাহুল্য তারা সবাই ভারতীয় উপমহাদেশের খণ্ডাংশ।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল...।  পশ্চিম গোলার্ধ কি সম্বন্ধ-বিয়েকে প্রগতির পরিপন্থী বলে মনে করে? সাহেবরাও নিয়মিত ম্যাট্রিমনি সাইট ফলো করে ডেটিংয়ে যান, পরে পাত্র/পাত্রী পোষালে বাপ-মা পর্যন্ত কেস গড়ায়।  এরপর একদিন চার্চে গিয়ে ঝপাৎ করে বিয়ে সম্পন্ন করে ফেলেন।

বাঙালি বা ভারতীয়দের অবশ্য এখনো ‘ডেটিং’ নিয়ে বিস্তর হ্যাংওভার রয়েছে। বাপ-মা আজো তেমন সুবিধের নয়।  এই উপমহাদেশে প্রেম আজো তেমন সুলভ নয়।  

খবরের কাগজ, ম্যাট্রিমনি সাইট ইত্যাদিতে হাঁটকা-হাঁটকি।  আবার অনেকেই আজো ভরসা রাখেন আত্মীয়-স্বজনের ওপর।  কিটিপিসির দেওরের মেয়ের সঙ্গে বিয়ে হয় নন্তুমেসোর ছেলের।  

আবার এই হাইটেক বাজারেও টিকে আছেন ঘটক।  সামান্য ভোল বদলেছে তার।  কেউ কেউ নেট-স্যাভি।  তবু একটা এত বড় সমাজ আবর্তিত হচ্ছে সম্বন্ধ-বিয়ের উপরে ভর করেই।

তাহলে সম্বন্ধ-বিয়ের মধ্যে এমন কিছু রয়েছে, যাকে পুরোপুরি হটাতে পারেনি প্রেমজ বিয়ে।  কী সেই অ্যাডভান্টেজসমূহ?

• পাত্র/পাত্রী খোঁজার মধ্যে একটা সন্ধান-সুখ অবশ্যই রয়েছে।  সম্বন্ধ-বিয়ে এই সন্ধানটা বেশির ভাগ ক্ষেত্রেই পারিবারিক।  তাতে যে কার্নিভ্যালেস্ক মজা তা প্রেমজ বিয়েতে কই?

• দেনা-পাওনার ঝামেলা থেকে সম্বন্ধ-বিয়েকে মুক্ত রাখতে পারলে আখেরে লাভ কিন্তু দু’পক্ষেরই।  উপহারের আদান-প্রদান চলতেই থাকে।  গোড়ায় লোভ কম করলে পরে মাধুর্য বাড়বে বই কমবে না।  কিন্তু মধু প্রেমজ বিয়ে রেয়ার।

• সম্বন্ধ-বিয়ে রোম্যান্সের জায়গাটা নিয়ে ভেবেছেন কখনো? অপরিচয়ের ছম ছম।  তার পরে আধো-বাধো বোল।  একেবারে মাখোমাখো ভালোবাসা!

•  যদি আপনি বেশ খানিকটা পরিবারমুখী হয়ে থাকেন, তবে সম্বন্ধ-বিয়ের কোনো বিকল্প নেই।  একটা বিয়েকে কেন্দ্র করে এত মানুষের উজ্জীবন, এ কি প্রেমজ বিয়ের অস্তিত্বে রয়েছে?

• শেষমেশ দুটো বিয়েতেই এত ঝেলতে হয়, তাতে খতিয়ে দেখলে সম্বন্ধ-বিয়েই লাভজনক।  কারণ এতে অ্যাটলিস্ট প্রেমপর্বের হয়রানিটা একেবারে মাইনাস।     
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে