বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৯:৫৫

প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বেতন প্রধান শিক্ষকের!

প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বেতন প্রধান শিক্ষকের!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রধানমন্ত্রীর চেয়েও এক প্রধান শিক্ষকের বেতন বেশি- এ কথা বিশ্বাসযোগ্য মনে না হলেও বিষয়টি সত্যি। এমন এক শিকক্ষ যিনি ব্রিটেনের এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা।

এ খবর দিয়েছে ডেইলি মেইল।


দেশটির প্রধানমন্ত্রী ডেডিভ ক্যামেরনের চেয়েও তিনি বেশি বেতন পান। দক্ষিণ-পশ্চিম লন্ডনের ব্যান্ডন হিল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ইসাবেল রামসে বছরে বেতন-ভাতা মিলিয়ে পান ২ লাখ পাঁচ হাজার ৭৬ পাউন্ড (৩ লাখ ২৮ হাজার ৪৫৮ ডলার)।

বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২ কোটি ৫৪ লাখ ১৬১ টাকা)। আর প্রধানমন্ত্রী ক্যামেরন পান ১ লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ড (২ লাখ ২৮ হাজার ২২৮ ডলার)। বাংলাদেশি টাকায় পান ১ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ২৮২ টাকা।

রামসের এত বেতন হওয়ার কারণ তিনি স্কুলটির নির্বাহী প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি গোটা লন্ডনের অন্যান্য স্কুলের সাথেও কাজ করেন। তার বেতন বার্ষিক ১ লাখ ৯০ হাজার ৮৯৮ পাউন্ড।

তবে অন্যান্য স্কুলের সাথে কাজ করে বাকি টাকা আয় করেন তিনি। গত বছর তার বেতন ১ লাখ ৭২ হাজার ২১৮ পাউন্ড থেকে বেড়ে বর্তমান পর্যায়ে আসে।

২০১০ সালে এক পরিসংখ্যানে দেখা যায়, লন্ডনের টাইডমিল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মার্ক ইলমস (৫৭) বেতন পান ২ লাখ ৪৮ হাজার ১০০ পাউন্ড।

দক্ষিণ লন্ডনের ডুরান্ড একাডেমির প্রধান নির্বাহী স্যার গ্রেগ মার্টিন বেতন ও পেনশন মিলিয়ে পান ২ লাখ ৯ হাজার ১৩৮ পাউন্ড। গত বছর জন্মদিনে তাকে নাইট উপাধি দেয়া হয়।

অবশ্য ইউনিয়ন নেতারা একজন শিক্ষককে এত বেতন দেয়ার পক্ষে নন। তারা অন্যান্য স্কুলে দায়িত্ব পালনেরও বিরোধী।
অবশ্য প্রধান শিক্ষক রামসের ব্যান্ডন হিল প্রাইমারি স্কুলের একাডেমিক সাফল্য ঈর্ষণীয়।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে