চালকবিহীন গাড়ির নতুন রেকর্ড!
এক্সক্লুসিভ ডেস্ক : চালক ছাড়াও গাড়ি ছুটতে পারে, এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে, জার্মান গাড়ি তৈরির প্রতিষ্ঠান অডির 'আরএস৭' মডেলের চালকবিহীন গাড়িটি ২৪০ কিলোমিটার বেগে ছুটেছে। পরীক্ষামূলক ভাবে গাড়িটি প্রথম দেখানো হলো। প্রায় ১ মিনিট ১৬ সেকেন্ডের গাড়িটি ছুটলো। এবং নিজেই নিজের মত করে বাক নিলো আবার গন্তব্যে গিয়ে গাড়িটি থেমে গেল। রবিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের গ্রাঁ প্রিঁ ট্র্যাকে এই রেকর্ড হয়।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস