এক্সক্লুসিভ ডেস্ক : আট বছর বয়সের ইভান বছরে ৮ কোটি টাকা আয় করে। সে ইউটিউবে একটি নিজস্ব অনুষ্ঠান চালায়। যার নাম ইভান টিউব এইচডি। এই ইউটিউব চ্যানেলে ইভান খেলনা এবং ভিডিও গেমসের রিভিউ করে।
মাঝেমধ্যে তার বোন বা মাকেও রিভিউ করতে দেখা যায়। ইভান টিউবে খেলনার রিভিউ থেকে ১৩ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা) আয় করে ফেলেছে ইভান। তাও এক বছরে।
শুধুমাত্র মজার জন্যই এ কাজ শুরু করেছিল ইভান এবং তার বাবা। একটি সাক্ষাৎকারে ইভানের বাবা জেরাড জানিয়েছেন, ইউটিউবের এই চ্যানেল থেকে যা আয় হয়, সে সবই বাচ্চাদের সেভিংস অ্যাকাউন্টে জমা হয়। তিনি জানান, একটি সেলস টিম আছে, যারা বিজ্ঞাপন এবং ব্র্যান্ড ও ব্যবসা সংক্রান্ত সমস্ত বিষয় দেখশোনা করে। জেরাড জানান, ইভানের আয়ের একটি বড় অংশ বিজ্ঞাপন থেকে আসে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/