রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৫:৪৩:০৯

আজব কাণ্ড, ৫ বছরের মেয়ের চিঠি পেয়ে পুলিশ বাহিনীতে বিড়াল নিয়োগ!

আজব কাণ্ড, ৫ বছরের মেয়ের চিঠি পেয়ে পুলিশ বাহিনীতে বিড়াল নিয়োগ!

এক্সক্লুসিভ ডেস্ক : ব্রিটেনের পুলিশ বাহিনীতে নিয়োগ দেয়া হচ্ছে বিড়াল! এমন আজব কাণ্ড শুনে অবাক হতেই পারেন।  যেখানে মানুষের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়ে বিড়াল সেখানে নিয়োগ দিলে কতটুকু সফলতা আসবে তা ভাবনার বিষয়।  তবে বিড়ালকে পোষ মানালে আবার মনিবের সঙ্গে ঘুমাতেও ভয় পায় না।

অবশ্য বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা ও অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নানান পোষা প্রাণী ব্যবহারের কথা শোনা যায়।  এবার ব্রিটেনে অপরাধের বিরুদ্ধে লড়তে পুলিশ বাহিনীতে নিয়োগ দিতে যাচ্ছে বিড়াল।  পুলিশের কাছে এক ৫ বছর বয়সী মেয়ে চিঠি লেখার পর এমন সিদ্ধান্তের চিন্তাভাবনা করছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ।

এলিজা অ্যাডামসন-হোপার নামের ওই মেয়ে যুক্তরাজ্যের ডুরহাম শহরের পুলিশ প্রধান মাইক বার্টনকে একটি চিটিতে লিখে, বিপদে পড়া লোকজনের শব্দ শুনতে এবং গাছ থেকে লোকজনকে উদ্ধারের কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে বিড়াল।  চিঠির সাথে নিজ হাতে আঁকা একটি বিড়ালের ছবিও পাঠায় সে।

পুলিশের পক্ষ থেকে এলিজাকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, তার বিষয়ে এক ঊর্ধ্বতন কর্মকতার কাছে চিঠিটি পাঠাবেন।  পরে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, কিছু কিছু ক্ষেত্রে বিড়াল ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এলিজা চিঠিতে লিখে, বিড়ালের ভালো কান থাকায় সহজেই বিপদের শব্দ শুনতে পায়।  এটি পুলিশকে সহায়তা করতে পারে।  পথ খুঁজে পেতেও বিড়াল ভালো ভূমিকা রাখতে পারে।  পুলিশকে তারা পথ দেখাতে পারে।  গাছে উঠতে, শিকার করতে এবং আটকে পড়া মানুষ উদ্ধারে উত্তম সহায়তাকারী হতে পারে বিড়াল।

এ ব্যাপারে পুলিশের পরিদর্শক রিকি অ্যালেন বলেন, আমরাই প্রথম পুলিশ বাহিনীতে বিড়াল নিয়োগ দেয়ার চিন্তাভাবনা করছি।  যদি কোনো কাজে না লাগে তাহলে ফোর্সের মাসকট হিসেবে ব্যবহার করা হবে।  

এদিকে এর আগে অপরাধের বিরুদ্ধে লড়তে পুলিশ বাহিনীতে কুকুর নিয়োগ দেয় যুক্তরাজ্য।  খবর : দ্য গার্ডিয়ান
৩ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে