বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৫:০৮

অভিনব এক প্রতারণা!

অভিনব এক প্রতারণা!

এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাজ্যের পুলিশ দুই বছর ‘কোমায় থাকা’ এক ব্যক্তিকে শপিং মল থেকে আটক করেছে। তার বিরুদ্ধে প্রতারণা অভিযোগে দুই বছর আগে মামলা করেন তার এক প্রতিবেশী। প্রশ্ন হলো- কোমায় থাকার পর তিনি কীভাবে শপিং করতে গেলেন? এই রহস্যের ঘোমটা খুলে দিয়েছে পুলিশ।

আদতে তিনি কোমায় যাননি। সম্পূর্ণ সুস্থ ছিলেন। প্রতিবেশীর সঙ্গে ৪০ হাজার পাউন্ড প্রতারণা করার পর তার নামে মামলা হয়। এ নিয়ে তাকে যেন আদালতের মুখোমুখি হতে না হয়, সে জন্য তিনি কোমায় থাকার ভান করেছেন দুই বছর।

কিন্তু শেষ রক্ষা হয়নি। অভিনব কায়দায় চাতুর্যের আশ্রয় নিয়ে দুই বছর আদালতের হাত থেকে রেহাই পেয়েছেন ঠিকই, কিন্তু সিসি টিভিকে ফাঁকি দিতে পারেননি। পরিবারের সঙ্গে শপিংয়ে বেরিয়েছিলেন। ওই শপিং সেন্টারের সিসি টিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ। পরে সেখান থেকেই তাকে আটক করে।

 এ ব্যক্তির বাড়ি যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের সোয়ানসিতে। তার নাম কমান অ্যালান নাইট। পেশায় তিনি অভিনেতা। তার নামে মামলা হওয়ার পর তার পরিবার জানায়, ঘাড়ে আঘাত পেয়ে তিনি কোমায় গেছেন। বাড়িতে রেখে তার চিকিৎসা চলছে বলে জানানো হয়। কিন্তু প্রতারকের অভিনব প্রতারণা শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে। এখন তাকে আদালতের মুখোমুখি হতে হবে। তথ্যসূত্র : ডেইলি মেইল অনলাইন।

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে